শিরোনাম
সোমবার, ১৫ মে, ২০১৭ ০০:০০ টা

শুরু হলো মধুমাস

নিজস্ব প্রতিবেদক

শুরু হলো মধুমাস

আজ শুরু মিষ্টি ফলের রসে টুইটম্বুর মধুমাস। আজ পয়লা জ্যৈষ্ঠ। রসালো ফলের সৌরভে উতলা এখন প্রকৃতি। চারদিক এখন পাকা ফলের গন্ধে মাতোয়ারা। আম, জাম-জামরুল-লিচু, আনারস, করমচা, আতা, তরমুজ, ফুটি, বাঙ্গী, বেল, কাঁচা তাল, লটকনসহ হরেক ফলের স্বাদ আর রঙের ছোঁয়ায় বাঙালির রসনা তৃৃপ্তির মৌসুম। বাহারি আর পুষ্টিকর সব ফলের প্রাচুর্য এই  মৌসুমকে দিয়েছে মধু মাসের মহিমা। নানা জাতের ফলে বাজার রমরমা। রাজধানীর অলিতে গলিতে মৌসুমি ফলের সমারোহ। বাঙালির মধুমাস জ্যৈষ্ঠ আসার আগেই রস টসটস বর্ণিল রঙের ফলে ছেয়ে গেছে বাজারগুলো। গ্রামের হাটবাজারে এখন মিষ্টি ফলের সুবাস। গ্রামের মতো শহরে ফলের দোকান সাজিয়ে বসেছেন অনেকেই। দূর-দূরান্ত থেকে এরই মধ্যে রাজধানীতে আসতে শুরু করেছে মধুমাসের নানা জাতের ফল। ফলের ম ম ঘ্রাণে ভরে উঠেছে ফলের আড়তগুলো। কোথাও কোথাও মৌসুমি ফলের মেলা বসবে। রাজশাহী, সাতক্ষীরা, কুষ্টিয়া, নাটোর, ঈশ্বরদী থেকে গুটিআম, মোহনভোগ, গোপালভোগসহ বাহারি নামে বিভিন্ন আমে বাজার সয়লাব। ভারতীয় গুটিআম  গোবিন্দভোগ, হিমসাগর পাওয়া যাচ্ছে বৈশাখের শুরু  থেকেই। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া, হিমসাগর,  গোপালভোগ, লক্ষণভোগ মধুমাসকে পরিপূর্ণ করবে। আর এর পরই আসবে সে অঞ্চলের ফজলি আম। ছোট-বড় নানা ধরনের কাঁঠাল বিকিকিনি হতে দেখা যাচ্ছে বাজারে। মধুমাস জ্যৈষ্ঠ নিয়ে রচিত হয়েছে অসংখ্য কবিতা-গান।

তবে মধুমাস এলেই মনে পড়ে পল্লীকবি জসীমউদ্দীনের সেই আলোড়িত পদ্য ‘আয় ছেলেরা আয় মেয়েরা/ফুল তুলিতে যাই/ফুলের মালা গলায় দিয়ে/মামার বাড়ি যাই/ ঝড়ের দিনে মামার বাড়ি/আম কুড়াতে সুখ/পাকা জামের মধুর রসে/রঙিন করি মুখ।’

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর