শিরোনাম
সোমবার, ১৫ মে, ২০১৭ ০০:০০ টা
কৃষি সংবাদ

গাজীপুরের লিচু যাচ্ছে ইউরোপ মধ্যপ্রাচ্যে

শেখ সফিউদ্দিন জিন্নাহ্

গাজীপুরের লিচু যাচ্ছে ইউরোপ মধ্যপ্রাচ্যে

গাজীপুরে উৎপাদিত লিচুর বাজার জমে উঠেছে। এ লিচু এখন শুধু সারা দেশেই সরবরাহ হচ্ছে না, দেশ ছাড়িয়ে ইউরোপ-মধ্যপ্রাচ্যেও রপ্তানি হচ্ছে।

খোঁজ নিতে গিয়ে জানা গেছে, অন্যান্য বছরের তুলনায় এ বছর বাজারে দাম ভালো থাকায় লিচু চাষিরা মহাখুশি। বাজারে কাপাসিয়ার লিচু প্রতি হাজার বিক্রি হচ্ছে ৩ হাজার টাকা থেকে ৫ হাজার টাকায়। কাপাসিয়ার দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের লিচু কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার শীতলক্ষ্যা নদী ঘেঁষা দুর্গাপুর ইউনিয়নের ২৮টি গ্রামে সবচেয়ে বেশি লিচুর চাষাবাদ হয়। এ অঞ্চলের ভাওয়াল পরগনার লালমাটির পাহাড় ও লালমাটির সমতল ভূমিতেও লিচুর আবাদ বেশি হয়। রাণীগঞ্জ এলাকার বাড়ৈগাঁও গ্রামের কৃষক জয়নাল আবেদীন বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার লিচু ফলন হয়েছে অনেক বেশি। তাই আমাদের মন এখন অনেক খুশি। ফুলবাড়িয়া গ্রামের মান্নান বলেন, এ বছর আবহাওয়া লিচুর পক্ষে ছিল, তাই উৎপাদন ভালো হয়েছে। এখন বাজারে দাম ভালো পেলেই চলে। লিচু চাষি মনির মোক্তার বলেন, দেশের উৎপাদিত লিচুর মধ্যে সবচেয়ে সুস্বাদু ও প্রকৃতির আসল ফ্লেবার যুক্ত কাপাসিয়ার লিচু এখন দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে।

সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন, কুয়েত, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালদ্বীপসহ ইউরোপের কয়েকটি দেশে রপ্তানি হচ্ছে কাপাসিয়ার লিচু। কাপাসিয়া কৃষি অফিস সূত্র জানায়, এ বছর অন্যান্যবারের তুলনায় আবহাওয়া লিচু চাষের অনুকূলে থাকায় আবাদ ভালো হয়েছে। এ বছর ৪৫০ হেক্টর জমিতে লিচু আবাদ হয় এবং উৎপাদন হবে ১৭১০ মেট্রিক টন।

সর্বশেষ খবর