শিরোনাম
সোমবার, ১৫ মে, ২০১৭ ০০:০০ টা

ভ্রাম্যমাণ আদালত নিয়ে হাই কোর্টের রায় স্থগিত

নিজস্ব প্রতিবেদক

নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায় ১৮ মে পর্যন্ত স্থগিত করেছে চেম্বার আদালত। ওইদিন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আবেদনের ওপর শুনানি হবে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। আদেশের বিষয়টি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের নিশ্চিত করেছেন। চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী হাসান এম এস আজিম। এর আগে ১১ মে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সংক্রান্ত আইনের কয়েকটি ধারা অবৈধ ঘোষণা করে রায় দেয় হাই কোর্ট।

সেই রায়ের পর আইনজীবীরা জানান, এর ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কোনো সুযোগ নেই। গতকাল সেই রায় স্থগিত হয়।

সর্বশেষ খবর