সোমবার, ২২ মে, ২০১৭ ০০:০০ টা

রমজান এলেই অনৈতিক কাজ করে তারা

জিন্নাতুন নূর

রমজান এলেই অনৈতিক কাজ করে তারা

গোলাম রহমান

আমাদের মধ্যে অনেক লোক আছেন যারা মুখে ধার্মিক কিন্তু কার্যত তারা মুনাফাখোর। এরা রমজান এলে অনৈতিক কাজ করে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি করে। তবে ভোক্তাদেরও রোজায় সহনশীল ও স্বাভাবিক ব্যবহার করতে হবে। আর রমজানের সময় মোবাইল কোর্টের কার্যকারিতা জোরদার করা বিশেষ প্রয়োজন। রমজানে ব্যবসায়ীদের লোভ নিয়ন্ত্রণের জন্য আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এজন্য জেলা প্রশাসন, র্যাব, বিএসটিআই, ভোক্তা অধিদফতর ও সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সব মোবাইল কোর্টকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান গোলাম রহমান গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। ক্যাব সভাপতি বলেন, চিনি, ভোজ্যতেল, ছোলা এসব পণ্যের আমদানিকারক বা রিফাইনকারির সংখ্যা চার থেকে পাঁচজন। রমজানে তারা যোগসাজশ করে পণ্যের দাম বৃদ্ধি করে। এসব অপকর্মের বিরুদ্ধে আইন আছে। এটি কার্যকরি করার জন্য ২০১৬ সালে কমিশন করা হলেও কোনো কাজ দেখতে পাচ্ছি না। কমিশন যেন অবিলম্বে চিনি, তেল, ছোলা ও রোজার সঙ্গে সম্পৃক্ত অন্যসব পণ্যের দাম বৃদ্ধি পেলে ব্যবস্থা গ্রহণ করে। যারা পণ্যের দাম বৃদ্ধি করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। গোলাম রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম স্থিতিশীল বা নিম্নমুখী। এ ক্ষেত্রে দেশে পণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ার কোনো কারণ নেই। যদি কেউ পণ্য মজুদ করে বা কৃত্রিম সংকট সৃষ্টি করে মোবাইল কোর্ট যেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। দুদকের সাবেক চেয়ারম্যান বলেন, আমাদের যে অর্থনৈতিক পরিমণ্ডল এই পরিমণ্ডলে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা চাই, জনস্বার্থে মোবাইল কোর্ট থাকুক এবং এর কার্যক্রম জোরদার হোক। বিশেষ করে রোজার সময় এর কার্যকারিতা জোরদার করা বিশেষ প্রয়োজন। গোলাম রহমান বলেন, ভোক্তাদের কাছে অনুরোধ তারা যেন একসঙ্গে বেশি জিনিস ক্রয় না করেন। কারণ রমজানের আগে সবাই যদি বেশি বেশি পণ্য ক্রয় করি তখন বাড়তি চাহিদার চাপ সৃষ্টি হয়। এ সুযোগ নেয় ব্যবসায়ীরা। ক্যাবের সভাপতি বলেন, রমজানে ব্যবসায়ীদের লোভ নিয়ন্ত্রণের জন্য আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এজন্য জেলা প্রশাসন, র্যাব, বিএসটিআই, ভোক্তা অধিদফতর ও সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট মোবাইল কোর্টগুলোকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

সর্বশেষ খবর