শিরোনাম
মঙ্গলবার, ২৩ মে, ২০১৭ ০০:০০ টা

রেইনট্রি হোটেলের এমডিকে গোয়েন্দা বিভাগে যেতে হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম আদনান হারুনকে শুল্ক গোয়েন্দা বিভাগে তলবের  নোটিস স্থগিত করে হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিত হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে গতকাল আপিল বিভাগের চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার হাই কোর্টের আদেশ ছয় সপ্তাহ স্থগিত করেন। এর ফলে নোটিস অনুযায়ী আদনান হারুনকে আজ কাকরাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগের কার্যালয়ে হাজির হয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে অবৈধভাবে মদ রাখার অভিযোগের ব্যাখ্যা দিতে হবে বলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের জানিয়েছেন। ঝালকাঠি-১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য বজলুল হক হারুনের ছেলে আদনান হারুন শুল্ক গোয়েন্দা বিভাগের ওই নোটিসের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট করেছিলেন। শুনানি নিয়ে গতকাল বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ রুল জারিসহ ওই নোটিসের কার্যকারিতা এক মাস স্থগিত করে। আদালতে রেইনট্রি  হোটেলের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান। পরে ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে যায়। বিকালে সেই আবেদনের ওপর শুনানি হয়। ১৩ মে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর হোটেল রেইনট্রিতে কোনো নেশাজাতীয় দ্রব্য না থাকার সার্টিফিকেট দেয়। এর পরদিন অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশি মদ উদ্ধার করে শুল্ক গোয়েন্দা বিভাগ। পরে ২৩ মে হোটেলের এমডি আদনান হারুনকে অবৈধভাবে মদ রাখার অভিযোগের ব্যাখ্যা দিতে তলব করা হয়। উল্লেখ্য, আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদারের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধুরা ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে দুই ছাত্রীকে ধর্ষণ করে বলে ৬ মে থানায় মামলা হয়। এরপরই রেইনট্রি  হোটেল আলোচনায় আসে।

সর্বশেষ খবর