শিরোনাম
মঙ্গলবার, ২৩ মে, ২০১৭ ০০:০০ টা
ঢাবি সিনেট নির্বাচন

নীল দলের বিপুল বিজয়

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ৩৫ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে আওয়ামী লীগপন্থি শিক্ষকদের প্যানেল নীল দল। এতে নীলদল ৩৫টির মধ্যে ৩৩টিতে জয়লাভ করে। অন্য দুটি আসনে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের প্রার্থী বিজয়ী হন। গতকাল সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে দুপুর আড়াইটার দিকে নির্বাচন কমিশনার অধ্যাপক মো. কামাল উদ্দীন ফলাফল ঘোষণা করেন। এদিকে, সিনেটে ছাত্রদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ডাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছে প্রগতিশীল ছাত্রজোট। গতকাল সিনেট নির্বাচনের সময় তারা এ বিক্ষোভ করে। প্রথমে তারা ডাকসু নির্বাচনের দাবি সংবলিত বিভিন্ন ব্যানার ফ্যাস্টুন নিয়ে মুখে কালো কাপড় বেঁধে মিছিল বের করে। মিছিলটি অপরাজেয় বাংলা থেকে সিনেট ভবনের সামনে গিয়ে শেষ হয়। সিনেট নির্বাচন ব্যাহত না করতে এ সময় মিছিলে বাধা দেয় শিক্ষকরা। একপর্যায়ে উভয় পক্ষ হাতাহাতিতে জড়ায়। পরবর্তীতে সিনিয়র শিক্ষকদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর