শুক্রবার, ২৬ মে, ২০১৭ ০০:০০ টা

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সরানো হচ্ছে সেই ভাস্কর্য

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সরানো হচ্ছে সেই ভাস্কর্য

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত গ্রিক দেবীর ভাস্কর্য সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। গতকাল রাত ১২টার পর ভাস্কর্যটি সরানোর কাজ শুরু হয়। সুপ্রিম কোর্টের  কিছু কর্মচারীর নেতৃত্বে নয়জন শ্রমিক ভাস্কর্যটির ভিত ভাঙার কাজ শুরু করেছেন। তবে এটি না ভেঙে তা সরিয়ে নেওয়া হবে বলে জানা গেছে। সুপ্রিম কোর্টে মূল ভবনের সামনে ফোয়ারার মধ্যে এটি স্থাপন করা হয়েছিল। এটি নির্মাণ করছেন ভাস্কর মৃণাল হক। ভাস্কর্যটি একজন নারীর। বিশ্বের যেসব দেশে এই ভাস্কর্য স্থাপিত হয়েছে, সেখানে রোমান পোশাক পরিহিত দেখা গেলেও বাংলাদেশে শাড়ি পরানো হয়। এ ছাড়া পায়ের নিচে সাপ থাকলেও এখানে এটি বাদ দেওয়া হয়। এই ভাস্কর্যকে ‘গ্রিক দেবীর মূর্তি’ আখ্যায়িত করে তা অপসারণের দাবি জানিয়ে আসছিলেন হেফাজতে ইসলামসহ ধর্মীয় নেতৃবৃন্দ। হেফাজতের পক্ষ থেকে পবিত্র রমজান মাসের আগেই এই মূর্তি অপসারণের দাবিতে প্রথমে প্রধান বিচারপতি এস কে সিনহা এবং পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছিল। স্মারকলিপিতে বলা হয়, সরকার জাতীয় ঈদগাহর পাশে কোর্ট প্রাঙ্গণ থেকে মূর্তি সরাবে। অন্যথায় দেশবাসীকে সঙ্গে নিয়ে তারা মাঠে নামতে বাধ্য হবে।

এর আগে ২ ফেব্রুয়ারি মূর্তি অপসারণের জন্য আবেদন করে আওয়ামী ওলামা লীগ। সেখানে উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টে সম্প্রতি গ্রিক দেবীর মূর্তি স্থাপনে বাংলাদেশের মানুষ বিস্মিত হয়েছে।

সর্বশেষ খবর