রবিবার, ২৮ মে, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

দাবদাহ কমেছে আসছে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

চলমান দাবদাহকে শীতল করতে বৃষ্টি বয়ে যাবে দেশের উত্তরাঞ্চলসহ বরিশাল, সিলেটের দিকে। শুধু বৃষ্টি নয় এর সঙ্গে থাকতে পারে শিলাবৃষ্টি আর বজ্রপাত। তবে বৃষ্টির স্বস্তি পাবে না চট্টগ্রাম, কুমিল্লা, ভোলা, নোয়াখালী, সাতক্ষীরাসহ এই এলাকার মানুষ। মৃদু দাবদাহ বয়ে যেতে পারে এই এলাকাগুলোর ওপর দিয়ে। আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, রমজানের শুরুতে তীব্র তাপদাহ কমে শীতল হতে শুরু করেছে প্রকৃতি। বৃষ্টির ছোঁয়ায় বয়ে আসা শীতলতা অব্যাহত থাকবে ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশালের কিছু এলাকায়। এই এলাকাগুলোতে অস্থায়ী দমকা হাওয়ার সঙ্গে ধেয়ে আসতে পারে বৃষ্টি, শীলাবৃষ্টি এবং বজ পাত। ফলে ক্রমান্বয়ে শীতল হতে পারে এই এলাকাগুলো। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরের রাজারহাটে ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। এর পাশাপাশি দেশের বেশকিছু জায়গাতে হালকা বৃষ্টির খবরও পাওয়া গেছে। আর ঢাকার তাপমাত্রা আগের চেয়ে কমতে শুরু করেছে। গতকাল রাজধানীর তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রী সেলসিয়াস। আবহাওয়াবিদ আশরাফুল হক বলেন, দেশের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও কিছু এলাকায় বয়ে যাবে মৃদু তাপপ্রবাহ। ফলে তুলনামূলক উষ্ণ থাকবে দেশের চট্টগ্রাম, ফরিদপুর, সন্দ্বীপ, সীতাকুণ্ড, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, হাতিয়া, সাতক্ষীরা, পটুয়াখালী এবং ভোলার কিছু এলাকা। তবে যে দাবদাহ চলছিল সে তুলনায় তাপমাত্রা কম থাকতে পারে। রমজান শুরুর আগেই বৃষ্টিতে স্বস্তি মিলেছে মানুষের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর