বুধবার, ৩১ মে, ২০১৭ ০০:০০ টা

গ্যাসের দাম ফের বাড়ছে

নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয় ধাপে কার্যকর হতে যাওয়া গ্যাসের নতুন মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করে হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিত করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) লিভ টু আপিলের প্রাথমিক শুনানি করে গতকাল চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাই কোর্টের আদেশ ৫ জুন পর্যন্ত স্থগিত করে শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

বিইআরসির পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিটের পক্ষে ছিলেন আইনজীবী সুব্রত চৌধুরী ও মোহাম্মদ সাইফুল আলম। অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, চেম্বার আদালতের এই আদেশের ফলে ১ জুন থেকে দ্বিতীয় দফায় গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকরে বাধা নেই। ২৩ ফেব্রুয়ারি বিইআরসি দুই ধাপে গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয়। প্রথম দফায় ১ মার্চ দাম বাড়ে। দ্বিতীয় দফায় ১ জুন থেকে দাম বাড়ার কথা। বিইআরসির আদেশ অনুযায়ী, জুন থেকে এক চুলার জন্য ৯০০ এবং দুই চুলার জন্য ৯৫০ টাকা বিল দিতে হবে। পরে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ১ জুন থেকে কার্যকর হতে যাওয়া গ্যাসের নতুন মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত ২৮ ফেব্রুয়ারি ছয় মাসের জন্য স্থগিত করে হাই কোর্ট।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর