বুধবার, ১৪ জুন, ২০১৭ ০০:০০ টা

কালোবাজারিদের হাতে ঈদের টিকিট

নিজস্ব প্রতিবেদক

কোথাও মিলছে না ঈদে ঘরে ফেরার জন্য আগাম টিকিট। ফলে সাধারণ যাত্রীদের টিকিটের জন্য হাহাকার করতে দেখা গেছে। বাস কিংবা ট্রেন কোথাও নেই তাদের নির্দিষ্ট গন্তব্যের টিকিট। তারা ঈদে বাড়ি যেতে পারবেন কিনা- এ নিয়ে দেখা দিয়েছে এক ধরনের হতাশা। বাসের টিকিট অগ্রিম ছাড়ার নির্ধারিত দিনের প্রথমেই শেষ হয়ে গেছে। তবে অভিযোগ রয়েছে, বেশিরভাগ টিকিট চলে গেছে কালোবাজারিদের হাতে। গতকাল কমলাপুরে ২২ জুনের ট্রেনের অগ্রিম টিকিট ছাড়া হয়। এটি শুরুর দু-ঘণ্টার মধ্যে বিক্রি শেষ হয়ে যায় উত্তরাঞ্চলের ট্রেনগুলোর শোভন চেয়ার। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা এবং দীর্ঘ সারির অপেক্ষাতেও সোনার হরিণ টিকিট হাতে না পাওয়ায় অনেকে হতাশ হয়ে ফিরে গেছেন। পরিবার পরিজনদের সঙ্গে ঈদ করবেন এ প্রত্যাশায় নারীদেরকেও নির্দিষ্ট কাউন্টারের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে। লম্বা লাইনে একটু বিশ্রামের খোঁজে কেউ কেউ বাসা থেকে টুল ও বিছানার চাদর এনে প্লাটফর্মের ওপর বসে পড়েন। অভিযোগ রয়েছে, কাউন্টারে ঈদ অগ্রিম বাসের টিকিটের বদলে কালোবাজারে টিকিটে সয়লাব। ৬০০ টাকার টিকিট কালোবাজারে ৮০০ টাকায় মিলছে। অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে গতকালও ২২-২৪ জুনের টিকিট না পাওয়ায় যাত্রীরা পড়ছে নিশ্চিত ভোগান্তিতে। প্রচণ্ড তাপদাহ সহ্য করে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেকে পাননি টিকিট। কালোবাজারির খপ্পরে পড়ে এসব টিকিট উধাও হয়ে গেছে। এবার প্রথমবারের মতো অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়। ছাড়ার কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যায় ২৩ ও ২৪ জুনের বাসের টিকিট। বাস মালিক-শ্রমিকরা বলছেন, সড়ক ও মহাসড়কে খানা-খন্দে ভরপুর থাকার কারণে অতিরিক্ত বাস নামানোর বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তবে নিরুপায় যাত্রীরা অগ্রিম টিকিটের জন্য এক কাউন্টার থেকে আরেক কাউন্টারে হন্যে হয়ে ছুটোছুটি করছেন। গাবতলীর দূরপাল্লার বাস কাউন্টারের কর্মীরা বলছেন, ঈদের ছুটি সাপ্তাহিক বন্ধের মধ্যে পড়ায় চাহিদা ২২, ২৩ ও ২৪ জুনের টিকিট। তা শেষ হওয়ায় এখন ২৪ ও ২৫ জুনের টিকিটের ওপর চাপ বেড়েছে। গাবতলী বালুরমাঠে হানিফ এন্টারপ্রাইজের টার্মিনালে কথা হয় আবু হাসনাতের সঙ্গে। তিনি বলেন, সকাল সাতটা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। বাধ্য হয়ে কাউন্টার কর্মচারীর হাতে বাড়তি দেড়শ’ টাকা গুজে দিয়ে খুলনার টিকিট পেয়েছি। এস আর পরিবহনের এরশাদ মিয়া নামে এক যাত্রীর অভিযোগ, রংপুর-দিনাজপুর রুটে ভাড়া নেওয়া হচ্ছে ৮৫০ টাকা। রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটের ভাড়া ৫৫০ ও যশোরের টিকিট ৬৫০ টাকায় মিলছে। একইভাবে বরিশাল, খুলনা, কুষ্টিয়াসহ সব রুটেই যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়ায়। অনলাইনে বাস টিকিট সেবাদানকারী প্রতিষ্ঠান সহজ ডট কমের ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদির জানান, তিন দিন ধরে লোকজন টিকিটের জন্য কল সেন্টার ও অনলাইনে যোগাযোগ করছেন। দুই দিনে সকাল সাতটায় টিকিট ছাড়ামাত্র একসঙ্গে বহু লোক অনলাইন থেকে টিকিট নিয়েছেন। তারা হানিফ, নাবিল, এসআর, গ্রিনলাইনসহ ১০টি কোম্পানির টিকিট বিক্রি করেন। ট্রেনের ঈদের আগাম টিকিট ছাড়ার দ্বিতীয় দিনে গতকাল কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড়।

সেখানে গিয়ে দেখা যায়, ২২ জুনের টিকিট নিতে কাউন্টারের সামনে থেকে লাইন স্টেশনের প্রবেশপথ ছাড়িয়ে যায়। প্রথমদিনেই লাইন দিয়ে গতকালকের জন্য অপেক্ষা করেছেন অনেকেই। উত্তরবঙ্গ ও খুলনা রুটের ট্রেনের টিকিটের চেয়ে ভিড় কম ছিল চট্টগ্রামসহ পূর্বাঞ্চলের টিকিটের। অনেকে শীতাতপ নিয়ন্ত্রিত/তাপানুকূল (এসি) বগির টিকিটের আশায় থাকলেও কাউন্টার খোলার পরপরই বিক্রি শেষ হয়ে যায় বলে অভিযোগ করেন টিকিট প্রত্যাশীরা।  উদ্ভাস নামে একজন জানান, তিনি দিনাজপুরের দ্রুতযানের টিকিট নেওয়ার জন্য লাইন দিয়েছিলেন। সেখানকার টিকিট শেষ হয়ে গেছে জেনে রংপুরগামী ট্রেনের জন্য লাইন ধরেছেন। প্রায় আধা ঘণ্টা যেতে না যেতেই মাইকে জানানো হয় সব সিট শেষ হয়ে গেছে। গতকাল সরেজমিন গিয়ে দেখা যায়, সব কাউন্টারের সামনে লম্বা লাইন। সবার চোখে-মুখে হতাশার ছাপ ফুটে উঠেছে। এমন সময় ১৪ নম্বর কাউন্টার থেকে লালমনি এক্সপ্রেসের দুটি টিকিট পেয়ে চিৎকার করে ওঠেন রুপম। মনে হয় রুপম হিমালয় জয় করেছেন, নয়তো ক্রিকেটে সেঞ্চুরি হাঁকিয়েছেন। এর আগে নাটোর যাওয়ার জন্য লালমনি এক্সপ্রেসের এসি টিকিট না পাওয়ার অভিযোগ করেন মো. রইস উদ্দিন। তিনি বলেন, আমার সিরিয়াল ছিল ৯৭। টিকিট বিক্রি শুরু হওয়ার পর ৪ জন এসি টিকিট কিনেছে। এরপরই বলছে, টিকিট নেই- এটা কি বিশ্বাসযোগ্য? নারীদের লাইনে দাঁড়ানো সাবিহা নামে একজন জানান, তিনি যাবেন চট্টগ্রামে। প্রায় তিন ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছেন। এখনো কাউন্টারের কাছে পৌঁছতে পারেননি। টিকিট পাবেন কিনা বলতে পারছেন না। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বলেন, এখন পর্যন্ত কোনো চুরি-ছিনতাই ও কালোবাজারির ঘটনা ঘটেনি। কাউন্টারগুলোতে ২২ জুনের জন্য একটু বেশি চাপ দেখা যাচ্ছে।

সর্বশেষ খবর