বুধবার, ১৪ জুন, ২০১৭ ০০:০০ টা

মানুষ এখন পরিবর্তন চায় : খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম কী এই অবস্থা দেখতে। এক পরিবার সব কিছু দখল করে নেবে, কেউ গণভবন দখল করে নেবে, অমুক বাড়ি দখল করবে, তমুক করবে। তাদের সব নিরাপত্তা দিতে হবে। শুধু তারাই নিরাপত্তা পাবে, সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। গুম-খুন হচ্ছে, যাকে তাকে গুম করে নিয়ে যাচ্ছে। মানুষ এখন পরিবর্তন চায়। এ দেশের মানুষ আজকে জালেমদের কাছ  থেকে মুক্তি চায়।’

গতকাল গুলশানের ইমানুয়েলস কনভেনশন সেন্টারে ২০ দলীয় জোটের শরিক লেবার পার্টির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, মহাসচিব হামদুল্লাহ আল মেহেদি, অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহসহ  জোট নেতাদের নিয়ে ইফতার করেন খালেদা জিয়া। বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, শাহজাহান ওমর, মীর মো. নাছির উদ্দিন, খন্দকার মাহবুব হোসেন, জয়নাল আবেদীন, রুহুল আলম চৌধুরী, আহমেদ আজম খান, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, তাবিথ আউয়াল, রফিক শিকদার, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার প্রমুখ ইফতারে অংশ নেন।

জোট নেতাদের মধ্যে ছিলেন এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার,  জামায়াতের মাওলানা আবদুল হালিম, জাগপার রেহানা প্রধান, এনডিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ ও খোন্দকার গোলাম মুর্তজা, মুসলিম লীগের এএইচএম কামরুজ্জামান খান, ন্যাপ-ভাসানীর আজহারুল ইসলাম, ন্যাপের  গোলাম  মোস্তফা ভুঁইয়া, বিজেপির আবদুল মতিন সউদ, পিপলস লীগের সৈয়দ মাহবুব হোসেন, খেলাফত মজলিশের  শেখ  গোলাম আজগর প্রমুখ।

সড়ক-মহাসড়কের ‘বেহাল’ অবস্থায় বর্তমান সরকারের আমলে সারা দেশে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে অভিযোগ করেছেন বেগম খালেদা জিয়া। তিনি বলেন,  ‘সারা দেশেই এখন দুর্ঘটনা প্রতিনিয়ত হচ্ছে। বিশেষ করে হাইওয়ের যে বেহাল অবস্থা, যেসব রাস্তার ছবি পত্র-পত্রিকায় আপনারা দেখেছেন। হাইওয়ের যদি এমন অবস্থা হয়, তাহলে দুর্ঘটনা প্রতিনিয়ত বাড়বে। এই সরকারের আমলেই আমরা প্রতিনিয়ত দেখছি মৃত্যু আর মৃত্যু। মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। অথচ এই সরকার মহা আনন্দে আছে। তারা দেশে বিদেশে ভ্রমণ করে বেড়াচ্ছেন, তারা আকাশে উড়েন, তারা মাটির কথা চিন্তাও করেন না, মাটির দিকে দেখেনও না, কী অবস্থায় আছে দেশ?’ সরকারের উন্নয়ন প্রকল্পের প্রতি ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, ‘তারা (সরকার) অনেক উন্নয়নের কথা বলে। কিন্তু রাস্তা-ঘাটের যে অবস্থা, গ্রামে-গঞ্জের রাস্তা-ঘাটের যে অবস্থা,  সেটা দেখে কী বুঝা যায় উন্নয়ন হয়েছে দেশে? উন্নয়নের সুফল কী দেশের মানুষের কাছে পৌঁছেছে? যদি উন্নয়নের সুফল পৌঁছাতো তাহলে দেশের মানুষ দুই বেলা পেট ভরে খেত, ভালোভাবে থাকত, শান্তিতে থাকত, আনন্দে থাকত।’

সর্বশেষ খবর