শুক্রবার, ১৬ জুন, ২০১৭ ০০:০০ টা

কদর কমেনি রাজশাহী সিল্কের

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

কদর কমেনি রাজশাহী সিল্কের

নিচতলার কারখানায় দম ফেলার সময় নেই শ্রমিকদের। সিল্কের সুতো দিয়ে চলছে কাপড় তৈরির কাজ। উচ্চ শব্দের এ কারখানার ওপরই নিরিবিলি পরিবেশে সুন্দর শোরুম। সেখানে বিক্রি হচ্ছে সিল্কের নানা পোশাক। ক্রেতায় ঠাসা রেশম নগরী রাজশাহীর বিসিক শিল্প এলাকার সপুরা সিল্কের এই শোরুম। গতকাল সকালে সপুরা সিল্কে গিয়ে এমন দৃশ্যই দেখা গেল। এবার ঈদে মানুষের চাহিদা পূরণে এভাবেই সিল্কের পোশাকের পসরা সাজিয়েছে শোরুমগুলো। রাতদিন কাজ করে সিল্কপল্লীর কারিগররা নিপুণ হাতে শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবিসহ নানা ধরনের পোশাক তৈরি করে তুলছেন শোরুমে।

সপুরা সিল্কের বিপণন ব্যবস্থাপক সাইদুর রহমান জানালেন, এবারও ঈদে ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে সিল্কের পোশাক। তাই কারখানায় এখন কাজ চলছে পুরোদমে। প্রথম রোজার দিন থেকেই জমে উঠেছে তাদের ঈদ বাজার। শুধু রাজশাহী নয়, জেলার বাইরে থেকেও আসছেন ক্রেতারা। ঢাকা, সিলেট, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানের পাইকারি ক্রেতারাও কিনে নিয়ে যাচ্ছেন ঈদের নতুন সিল্ক পোশাক। সাইদুর রহমান জানান, এবার ঈদ  উপলক্ষে তারা বেশ কিছু নতুন ডিজাইনের পোশাক তৈরি করেছেন। এর মধ্যে বলাকা সিল্কের থ্রি-পিস পাওয়া যাচ্ছে আড়াই হাজার থেকে সাড়ে ৮ হাজার টাকায়। মসলিনের থ্রি-পিসের দাম সাড়ে চার হাজার থেকে সাত হাজার ৮০০ টাকা। সিল্কের শার্ট বিক্রি হচ্ছে এক হাজার ৩০০ থেকে এক হাজার ৬০০ টাকায়। আর পাঞ্জাবির দাম তিন থেকে ছয় হাজার টাকা। এ ছাড়া মসলিন সিল্কের ওপর হাতের কারুকাজ করা শাড়ি বিক্রি হচ্ছে ছয় হাজার থেকে ১০ হাজার টাকায়। বলাকার শাড়ি সাত হাজার ৮০০ থেকে সাড়ে ১৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এসব নতুন পোশাকের পাশাপাশি এমব্রয়ডারি, মসলিন শিপন, জামদানি, ধূপিয়ান, র-কাতান, জয়শ্রী, স্বর্ণকাতান, মসলিন ব্রাশো, ঝলক কাতানসহ বাহারি রং আর মনকাড়া ডিজাইনের সিল্ক কাপড়ে ঠাসা রয়েছে তাদের শোরুম। সিল্কের থ্রি-পিস, হিজাব, ওড়না, স্কার্ফ এবং মসলিন, মটকা, তসর কাতান, বলাকা কাতান, সাটিং সিল্ক ও এনডি প্রিন্টের শাড়ি থরে থরে সাজানো রয়েছে রাজশাহী সিল্ক ফ্যাশনের শোরুমে। এখানে রয়েছে বাচ্চাদের সিল্কের বাহুবলী-২ এবং বড়দের শার্ট, পাঞ্জাবি ও ফতুয়াসহ সিল্কের নানা পোশাক। শার্ট এক হাজার থেকে আড়াই হাজার, পাঞ্জাবি এক থেকে পাঁচ হাজার এবং স্কার্ফ, ওড়না ও হিজাব বিক্রি হচ্ছে ৩৫০ থেকে এক হাজার ১০০ টাকায়। এখানকার বিপণন ব্যবস্থাপক খুরশিদা খুশি বলেন, ঐতিহ্যবাহী সিল্ক কাপড় কিনতে প্রতিদিনই ভিড় বাড়ছে ক্রেতাদের। এবারও রোজার শুরু থেকে ক্রেতার সমাগম রয়েছে তাদের শোরুমে। দামও খুব সাশ্রয়ী। তার ওপর দেওয়া হচ্ছে ১৫ শতাংশ ছাড়। এবার সিল্কের পোশাক বিক্রি হচ্ছে গতবারের চেয়েও বেশি। রেডিমেড পোশাকের পাশাপাশি অনেকেই সিল্কের থানকাপড় গজ হিসেবে কিনে নিয়ে যাচ্ছেন। ব্যবসায়ীরা জানান, সপুরার পুরো সিল্কপল্লীর ঐতিহ্যবাহী কাপড়ের কদর রয়েছে সারা বছরই। বাঙালির বিভিন্ন উৎসবে সেই কদর আরও কয়েক গুণ বেড়ে যায়। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব শ্রেণির মানুষের উৎসবেই এক অন্যরকম আমেজ আনে রাজশাহীর সিল্কের পোশাক। ফলে এবার ঈদ ঘিরেও সিল্কের বাজার জমে উঠেছে। নগরীর আমেনা সিল্কের শোরুমে গিয়ে দেখা যায়, কয়েকজন ক্রেতা নিজেদের পছন্দের কাপড় কেনার জন্য একটার পর একটা কাপড় দেখছেন। কথা হয় পাবনা থেকে আসা নূরজাহান বেগমের সঙ্গে। তিনি জানান, প্রতি ঈদের আগেই তিনি রাজশাহীতে বেড়াতে এসে সিল্ক কাপড় কিনে নিয়ে যান। তাই এবারও এসেছেন। নিজের ও শাশুড়ির জন্য একটা করে শাড়ি এবং স্বামীর জন্য একটা পাঞ্জাবিসহ আরও কিছু কেনেন তিনি। তার কাছে দামও মনে হয়েছে সহনশীল। এখানকার বিপণন ব্যবস্থাপক সেলিম হোসেন জানান, গত বছরের তুলনায় এবার রাজশাহীর ঐতিহ্যবাহী সিল্ক কাপড়ের দাম তেমন বাড়েনি। গত বছর সিল্কের যে শাড়ির দাম ছিল তিন হাজার টাকা, এবার তা বেড়ে হয়েছে তিন হাজার ৩০০ টাকা। কিন্তু বাজারে অন্যান্য শাড়ির দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। এই শোরুমে মেয়েদের ওয়ান পিস ও কটন সিল্কের ফতুয়া বিক্রি হচ্ছে সবচেয়ে বেশি। উষা সিল্কের শোরুমে গিয়ে দেখা যায়, সেখানে সিল্কের পাঞ্জাবিতেও এবার এসেছে নতুনত্ব। এনডি ও বলাকা সিল্ক কাপড়ের ওপরে কাজ করা পাঞ্জাবি বিক্রি হচ্ছে বেশি। মেয়েদের থ্রি-পিসেও এসেছে বাহারি রং ও ডিজাইন। এখানকার পাঞ্জাবি ক্রেতা জুলহাস শেখ বলেন, ‘দেশের ঐতিহ্যবাহী এই কাপড় শুধু ঈদে নয়, সারা বছরই মানুষের মন কাড়ে। তবে উৎসবে এর কোনো জুড়ি নেই।’ বিসিকের সিল্কপল্লীতে গিয়ে দেখা গেছে, কারিগররা সবাই ব্যস্ত কাজে। নারী কর্মীদের মধ্যে কেউ সুঁই-সুতোর ফোঁড়নে কাপড়ে আঁকছেন বাহারি নকশা, কেউ করছেন রঙের কাজ, আবার কেউ কাপড়ে চুমকি ও পুঁতি বসাচ্ছেন, কেউ চালাচ্ছেন তাঁত। এবার ঈদে সিল্কপল্লীতে ৪০ থেকে ৪৫ কোটি টাকার বাণিজ্যের আশা করছেন কারখানার মালিকরা। খোঁজ নিয়ে জানা গেল, একসময় রাজশাহীতে ৭৬টি সিল্ক কারখানা ছিল। এখন বন্ধ হয়ে নেমেছে মাত্র ছয়টিতে। স্থানীয়ভাবে ৪০ শতাংশ সুতার চাহিদা মেটে ব্যবসায়ীদের।

বাকি ৬০ ভাগ সুতা আমদানি করতে হয় ভারত ও চীন থেকে। এমন প্রতিকূলতার মধ্যে রেশম নগরীর নাম টিকিয়ে রেখেছে ওই ছয়টি কারখানা। আর কারখানাগুলোতেই গড়ে উঠেছে ১৩টি শোরুম। কারখানা ও শোরুমগুলোতে এখনো পুরুষের পাশাপাশি বিপুলসংখ্যক নারীশ্রমিক কাজ করছেন। বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী বলেন, যেসব কারখানা চালু রয়েছে, সীমাবদ্ধতার মধ্যেও তারা ক্রেতার মন জয় করার চেষ্টা করছেন। তাই রাজশাহী সিল্কের ঐতিহ্য ধরে রাখতে সরকারের বিশেষ সহায়তা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে মনে করেন তিনি। রাজশাহী সিল্ক ফ্যাশনের স্বত্বাধিকারী আবদুল কাদের মোল্লা বলেন, ভারত ও চীন থেকে সিল্কের কাপড় আমদানির কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ছাড়া এখন অনলাইনে নকল সিল্কের কাপড়ের ছড়াছড়ি। দেশের একটি প্রতারক চক্র রাজশাহী সিল্ক নামে অনলাইনে নকল সিল্কের কাপড় বিক্রি করছে। এতে ক্রেতারা প্রতারিত হচ্ছেন। রাজশাহী সিল্কেরও সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এটি বন্ধে প্রশাসনের কড়া পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

সর্বশেষ খবর