শুক্রবার, ১৬ জুন, ২০১৭ ০০:০০ টা

ইইউর জিএসপি সুবিধা পাওয়ার বাধা কাটল

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক শ্রম সংস্থার ১০৫তম সম্মেলনে বাংলাদেশে লেবার স্ট্যান্ডার্ড ও লেবার রাইট-সংক্রান্ত যে বিশেষ অনুচ্ছেদ যুক্ত করা হয়েছিল জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থার ১০৬তম সম্মেলনে গতকাল তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ওই অনুচ্ছেদে যেসব করণীয় ছিল তার অনেকটিতে বাংলাদেশ প্রণিধানযোগ্য উন্নতি করার ফলে এবারের সম্মেলনে বাংলাদেশের নামে এ ধরনের অনুচ্ছেদ যুক্ত করা হয়নি।

গত রাতে  আইন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এক বিজ্ঞপ্তিতে জানান, আইনমন্ত্রী আনিসুল হকের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের ১২ জুন আইএলও মহাপরিচালকের সঙ্গে, ১৩ জুন আইএলসি কর্ম অধিবেশনে এবং বিভিন্ন পার্শ্ব আলোচনার ফলে এ বিশেষ অনুচ্ছেদ প্রত্যাহার হলো। এর ফলে ইউরোপীয় ইউনিয়নের জিএসপি সুবিধা পাওয়ার অন্যতম শর্ত পূরণ হলো। সম্মেলনে আইনমন্ত্রী ৩৮ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এ দলে শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপারসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ব্যবসায়িক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি রয়েছেন। সম্মেলন আজ শেষ হচ্ছে।

সর্বশেষ খবর