সোমবার, ১৯ জুন, ২০১৭ ০০:০০ টা

গাজীপুর ও কুমিল্লা সড়কে ভয়াবহ যানজট

প্রতিদিন ডেস্ক

ঈদকে সামনে রেখে যাতায়াত করা মানুষকে অব্যাহতভাবে যানজটের কবলে পড়তে হচ্ছে। গতকালও গাজীপুরের টঙ্গী ব্রিজ থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট লেগে থাকে। একইভাবে কুমিল্লা দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা থেকে গৌরীপুর পর্যন্ত     ৮ কিলোমিটারব্যাপী যানজট     লেগে থাকে।

গাজীপুর প্রতিনিধি জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গী ব্রিজ থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত ১২ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার অতিবৃষ্টির কারণে মহাসড়কে পানি জমে বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয় এবং রাতে মহাসড়কের বড়বাড়ি এলাকায় গর্তে পড়ে ট্রাক উল্টে গেলে মহাসড়কে যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। ধীরে ধীরে ওই মহাসড়কে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা পর্যন্ত ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। গতকাল ১০ মিনিটের রাস্তা পার হতে সময় লাগে দেড় থেকে দুই ঘণ্টা। এতে যাত্রী ও চালকরা পড়েছেন চরম ভোগান্তিতে। কুমিল্লা প্রতিনিধি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা থেকে গৌরীপুর পর্যন্ত ৮ কিলোমিটারব্যাপী যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শনিবার রাত থেকে এ যানজট অব্যাহত রয়েছে। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবদুল কালাম আজাদ জানান, ঈদে ঘরমুখো যাত্রী বহনকারী যানবাহনের চাপ বেড়ে যাওয়া ও চারলেন থেকে মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজায় এসে টু-লেনে প্রবেশ করতে হচ্ছে। এতে যানবাহনের চাপ ও যানজট বেড়ে গেছে। আটকে পড়ে হাজার হাজার যাত্রীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সর্বশেষ খবর