বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭ ০০:০০ টা

ফখরুলের গাড়িবহরে হামলার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় আদালতে ফৌজদারি অভিযোগ দায়ের করে মামলা হিসেবে গ্রহণের আবেদন জানানো হয়েছে। মামলায় ২৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে। গতকাল চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী দ্রুত বিচার আদালতের বিচারক আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালতে অভিযোগ দাখিল  করা হয়। চট্টগ্রামের সাবেক জেলা পিপি ও বিএনপি নেতা অ্যাডভোকেট এনামুল হক দ্রুত বিচার আইনের ৪ ও ৫ ধারায় অভিযোগটি দাখিল করেন। আদালত অভিযোগ গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমাণ রাখেন। বাদীর আইনজীবী অ্যাডভোকেট আবদুস সাত্তার বলেন, ঘটনাস্থলে যারা ছিল তাদের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। নির্দেশদাতা কিংবা পরিকল্পনাকারী হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি। আদালত অভিযোগ গ্রহণ করে এ বিষয়ে পরবর্তীতে আদেশ দেবেন বলে জানিয়েছেন। মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন— সরওয়ার (৩৩), নাজিম উদ্দিন বাদশা (৩০), রাসেল (৩০), সাইফুল (২৮), মাহবুব (২৬), আনোয়ার (২৭), নেছার উল্লাহ (২২), বেলাল (৩২), পাভেল বড়ুয়া (৩০), ইকবাল হোসেন বাবলু (২৮), মাহিম (২৫), মো. ইউনূছ (৩৫), শামসুদ্দোহা সিকদার আরজু (৪২), আবু তৈয়ব (৩৪), এনামুল হক (৩৩), মুজাহিদ (২৮), বাপ্পা (২৭), মো. হারুন (২৮), জাহাঙ্গীর আলম বাদশা (২৮), মো. রাসেল (২৬), মো. মহসিন (২৮), জাহেদ (৩০), জাহেদ (২৭), আলমগীর (২৮), নঈমুল ইসলাম (২৭) এবং শিমুল গুপ্ত (২৫)। প্রসঙ্গত, পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের জন্য রাঙামাটিতে ত্রাণ নিয়ে যাওয়ার পথে গত রবিবার সকাল ১০টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী এলাকায় মির্জা ফখরুল ইসলামের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলার পর রাঙামাটি যেতে না পেরে চট্টগ্রাম ফিরে আসেন মির্জা ফখরুলের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দলটি।

সর্বশেষ খবর