বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭ ০০:০০ টা

বিজিবির নিখোঁজ ল্যান্স নায়েকের লাশ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে গরু পাচারকারীদের ধরতে গিয়ে টহলরত অবস্থায় নিখোঁজ হওয়া বিজিবির ল্যান্স নায়েক সুমন মিয়ার লাশ গতকাল বিএসএফ সদস্যরা তিস্তা নদী থেকে উদ্ধার করেছে। তার বাড়ি হবিগঞ্জ  জেলার আটঘরিয়ায়, বাবার নাম হেকিম মিয়া। 

সকাল সোয়া ১০টার দিকে কোচবিহার-১৩ বিএসএফ ব্যাটালিয়নের উদ্ধারকারী দল দহগ্রামের আবুলের চর থেকে প্রায় চার কিলোমিটার ভাটিতে ভারতীয় অংশের তিস্তা নদী থেকে সুমন মিয়ার লাশ উদ্ধার করে। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোরশেদ জানান, পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ লাশটি হস্তান্তর করবে। প্রসঙ্গত, গত  সোমবার রাত ২টার দিকে দহগ্রাম সীমান্তের ৬ নম্বর মেইন পিলারের ৩ নম্বর সাব পিলার আবুলের চর এলাকায় গরু চোরাচালান প্রতিরোধে তিস্তা নদীতে নেমে নিখোঁজ হন সুমন মিয়া। এরপর রাতেই বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিএসএফের সঙ্গে যোগাযোগ করলে স্পিডবোট নিয়ে উদ্ধার তত্পরতায় নামে বিএসএফ।

সর্বশেষ খবর