শুক্রবার, ৩০ জুন, ২০১৭ ০০:০০ টা

ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণসীমা বাড়ল

নিজস্ব প্রতিবেদক

কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণসীমা বাড়ানো হয়েছে। দেশের গ্রামীণ অর্থনীতিতে শিল্পায়নের ভূমিকা বাড়াতে বাংলাদেশ ব্যাংক এই খাতে জামানতবিহীন ঋণের সীমাও বৃদ্ধি করেছে। গতকাল কেন্দ্রীয় ব্যাংকের এসএমই বিভাগ নতুন নীতিমালা জারি করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালায় কুটির, ক্ষুদ্র, মাঝারি শিল্পের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। এতে বলা হয়েছে, কুটিরশিল্প খাতে একজন গ্রাহককে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়া যাবে। ১৫ জন জনবলের অধিক হলে সে শিল্পকে কুটিরশিল্প হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে না। সেবা খাতের মাইক্রো শিল্পের ক্ষেত্রে একজন গ্রাহক ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবে। যা আগে ছিল ১০ লাখ টাকা। ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তারা সর্বোচ্চ পাঁচ কোটি টাকা ঋণ পাবে। সর্বোচ্চ ১০০০ শ্রমিক কাজ করে এমন শিল্পকে মাঝারি শিল্প হিসেবে ঘোষণা করে সর্বোচ্চ ৫০ কোটি টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে ব্যাংক। ট্রেডিং খাতের শিল্পে সর্বোচ্চ ঋণসীমা হবে পাঁচ কোটি টাকা। ২০০৪ সালে জারিকৃত নীতিমালার আলোকে এতদিন এসএমই খাতের শিল্পে ঋণ সুবিধা দেওয়া হয়েছে। এতে মাঝারি শিল্পে সর্বোচ্চ ২০ কোটি টাকা ঋণ সুবিধা ছিল। এ ছাড়া অন্যান্য খাতে ঋণসীমা ছিল কোটি টাকার নিচে।

 

সর্বশেষ খবর