বুধবার, ৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

জামালপুর সীমান্তে গুলিতে নিহতের লাশ ফেরত দেয়নি বিএসএফ

প্রতিদিন ডেস্ক

জামালপুরের ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে নিহত গরু ব্যবসায়ী সাইফুল ইসলামের লাশ এখনো ফেরত দেয়নি। অন্যদিকে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের রাবার বুলেটে আবদুল খালেক নামে এক বাংলাদেশি গরু পারাপারকারী গুলিবিদ্ধ হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর—

জামালপুর : গত রবিবার ভোরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কালাইয়েরচর  বল্লমগিরি সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে মাখনের চর গ্রামের আবদুল হাই নামে একজন আহত ও সাইফুল ইসলাম নামে একজন নিহত হয়। আহত আবদুল হাইকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সাইফুলের লাশ বিএসএফ নিয়ে গেলেও এখনো ফেরত দেয়নি। জামালপুরের ৩৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আতিকুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার কালাইয়ের চর সীমান্তে বিজিবি-বিএসএফ কোম্পানি পর্যায়ের এক পতাকা বৈঠকে বিএসএফ জানিয়েছে তাদের হাতে এক বাংলাদেশির লাশ রয়েছে। মৃতদেহটিকে পোস্টমর্টেমের জন্য তুরা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পোস্ট মর্টেম সম্পন্ন হলে লাশ ফেরত দেওয়া হবে। লালমনিরহাট : বিএসএফের রাবার বুলেটে আবদুল খালেক নামে এক বাংলাদেশি গরু পারাপারকারী গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ আবদুল খালেক ললিতারহাট এলাকার নুরুল ইসলামের ছেলে। গতকাল ভোরে জেলার পাটগ্রাম উপজেলার পানবাড়ী সীমান্তের ৮১৩ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাবপিলার এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অবস্থায় তাকে অন্য সঙ্গীরা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীরে থাকা গুলি অপসারণ করা হয়েছে। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোরশেদ বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কড়া প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর