বুধবার, ৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

স্কুলের শিশুছাত্রকে হাত পা মুখ বেঁধে নির্যাতন, মামলা

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলার আরুয়া সোনারগাঁও গ্রামে ৮ হাজার টাকা চুরির অপবাদে চতুর্থ শ্রেণির ছাত্র মো. রাজু হাওলাদারকে (১১) তিনজনে মিলে পরিত্যক্ত ঘরের আড়ার সঙ্গে গরুর রশি দিয়ে হাত, পা ও চোখ বেঁধে উল্টো করে ঝুলিয়ে নির্মমভাবে নির্যাতন করেছেন। পরপর তিন দফায় মারধর করা হয়েছে তাকে। দেশলাই জ্বালিয়ে তার হাতের আঙুলে ছেঁকাও দেওয়া হয়েছে। এমন রোমহর্ষক ঘটনার তিন দিন পর সোমবার রাতে পাঁচজনের নাম উল্লেখপূর্বক আরও অজ্ঞাত দু-তিন জনের বিরুদ্ধে মামলা (নম্বর ২) করেছেন রাজুর বাবা মোতালেব হাওলাদার। রাজাপুর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস জানান, তিনি ছুটি শেষে সোমবার সন্ধ্যায় থানায় এসেই শিশুটির খোঁজখবর নেওয়ার পর মামলা রেকর্ড করা হয়েছে। অনতিবিলম্বে আসামিদের গ্রেফতার করা হবে। শিশু নির্যাতনের মূল হোতা ইয়াবা ব্যবসায়ী মাতাল সজীবসহ অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে। হুমকিতে শিশুটির পরিবার আতঙ্কিত হয়ে পড়েছে। এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, উত্তমপুর স্কুলের শিক্ষক রুহুল আমিনের মানসম্মান তার ছেলে ইয়াবা ব্যবসায়ী সজিরের কারণে ধুলায় মিশে যাচ্ছে, এ ঘটনা ধামাপাচা দিতে তিনি নিজেও কিছু ওষুধ কিনে দিয়েছিলেন এবং বর্তমানে বিভিন্ন রাজনৈতিক লোকের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। এলাকায় মাতাল হিসেবে পরিচিত ছাত্রদল কর্মী সজীব নানা অপকর্মে লিপ্ত। কিন্তু তার বিরুদ্ধে এলাকায় নানা অভিযোগ থাকলেও অদৃশ্য কারণে র‌্যাব, পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে না। কিছু দিন আগেও আরুয়া ওয়ার্ড ছাত্রলীগের সেক্রেটারি রাজীবকে মারধর করেছেন বেপরোয়া সজীব।

প্রসঙ্গত, আরুয়া গ্রামের জাকির হাওলাদারের ৮ হাজার টাকা চুরির অপবাদে ১ জুলাই বিকালে দিনমজুর মোতালেব হাওলাদারের ছেলে আরুয়া সোনারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র রাজু হাওলাদারকে জাকির হোসেনের নির্জন ভিটার পরিত্যক্ত ঘরে নিয়ে স্কুলশিক্ষক রুহুল আমিনের ছেলে সজীব হোসেন, হাকিমের ছেলে সাইদুল ও গৌরার ছেলে লিটন কাপড়ের টুকরো দিয়ে তার মুখ ও চোখ এবং গরুর রশি দিয়ে হাত-পা বেঁধে মাথা নিচের দিকে ও পা ওপরের দিকে দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে হাতের আঙুলে দেশলাইয়ের আগুনের ছেঁকা দেন এবং দা, লাঠি, কঞ্চি ও কাঠের টুকরো দিয়ে এক ঘণ্টারও বেশি সময় ধরে নির্মমভাবে মারধর করেন।

সর্বশেষ খবর