বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বালু লুটের কূপে পড়ে মারা গেল স্কুলছাত্র

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় এক ইউপি চেয়ারম্যান অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু লুট করছেন। এতে তৈরি হয়েছে গভীর কূপ। আর সেই কূপে পড়ে বালু চাপায় মারা গেছে সিহাব মিয়া (৯) নামে এক স্কুলছাত্র।

জানা গেছে, গত মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মিরপুর এলাকার ওই গভীর কূপের ভিতর থেকে সিহাবের লাশ উদ্ধার করেন স্থানীয়রা। সিহাব উপজেলার ফরিদপুর ইউনিয়নের সাবেক তাজপুর গ্রামের পোশাক কারখানার শ্রমিক ইসলাম মিয়ার ছেলে ও মিরপুর উদয়ন কেজি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। ইসলাম মিয়া জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে সিহাব বাড়ির আশপাশে হাঁস খুঁজতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর রাত ৮টার দিকে ওই গভীর কূপের বালুর নিচে চাপা পড়ে থাকা সিহাবের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, হাঁস খোঁজার সময় সিহাব ওই গভীর কূপে পড়ে বালু চাপায় মারা যায়।  সিহাবের পরিবারের অভিযোগ, জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান মণ্ডল সাদুল্যাপুর-মাদারগঞ্জ পাকা সড়ক ঘেঁষে তাজপুর এলাকায় একটি অটো রাইস মিল নির্মাণ করছেন। ওই নির্মাণ কাজে ব্যবহারের জন্য দীর্ঘদিন ধরে তিনি জনবসতিপূর্ণ এলাকা সংলগ্ন আবাদি জমি থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন। এ কারণে ওই আবাদি জমি গভীর কূপে পরিণত হয়েছে। সাদুল্যাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, সিহাবের বাবা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মণ্ডল বলেন, ‘ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার পর ওখানে গভীর কূপ নয়, একটি পুকুর তৈরি হয়েছে। সিহাব ওই পুকুরে ডুবে মারা গেছে।’

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর