বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

গুলশান বনানী ধানমন্ডি আবাসিক এলাকার অবৈধ স্থাপনা সরাতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ঢাকার গুলশান, বনানী ও ধানমন্ডি আবাসিক এলাকা থেকে সব অননুমোদিত বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অবৈধ স্থাপনা সরিয়ে নিতে দশ মাস সময় দিয়েছে হাই কোর্ট। এ বিষয়ে জারি করা রুলের শুনানি করে গতকাল বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাই কোর্টে বেঞ্চ এ রায় দেয়। আদালতে রাজউকের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল। রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী আহসানুল করীম, এ বি এম আলতাফ হোসেন, ইদ্রিসুর রহমান প্রমুখ। পরে এ বি এম আলতাফ হোসেন সাংবাদিকদের বলেন, গুলশান, বনানী ও ধানমন্ডি আবাসিক এলাকার সব অননুমোদিত বাণিজ্যিক ও অবৈধ স্থাপনা দশ মাসের মধ্যে সরিয়ে নিতে বলেছে আদালত। এই সময়ের মধ্যে ওইসব স্থাপনায় রাজউক বা কোনো সেবা সংস্থা  কোনো ধরনের উচ্ছেদ অভিযান চালাতে পারবে না বা গ্যাস, বিদ্যুৎ, পানি সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না। দশ মাসের মধ্যে মালিকরা স্থাপনা সরিয়ে না নিলে রাজউক নোটিস ছাড়াই সেখানে উচ্ছেদ অভিযান চালাতে পারবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর