বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

এমিরেটসের যুক্তরাষ্ট্রের ফ্লাইটে নেওয়া যাবে ল্যাপটপ

প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রগামী এমিরেটস এয়ারলাইনস ও টার্কিশ এয়ারলাইনসের উড়োজাহাজের কেবিনে ল্যাপটপ বহনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইনস দুটির কর্তৃপক্ষ। গতকাল বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্র গত মার্চে জর্ডান, মিসর, তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সোমালিয়াসহ ৮টি মুসলিমপ্রধান দেশ থেকে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটের কেবিনের ভিতর ল্যাপটপ, ট্যাবসহ অন্যান্য ইলেকট্রনিকস যন্ত্রপাতি বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। অবশ্য ল্যাপটপসহ অন্যান্য যন্ত্রপাতি উড়োজাহাজের মূল লাগেজে নেওয়া যেত। উগ্রবাদীরা ইলেকট্রনিক যন্ত্রপাতির ভিতরে বোমা বহন করে যাত্রীবাহী উড়োজাহাজকে টার্গেট করবে এমন আশঙ্কায় এ নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের পদক্ষেপের কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাজ্যও নিষেধাজ্ঞা ঘোষণা করে। নিষেধাজ্ঞার আওতায় পড়েছিল ৯টি বিমান সংস্থার ফ্লাইট। এগুলো হলো রয়্যাল জর্ডানিয়ান, ইজিপ্ট এয়ার, টার্কিশ এয়ারলাইনস, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস, কুয়েত এয়ারওয়েজ, রয়্যাল এয়ার মারোক, কাতার এয়ারওয়েজ, এমিরেটস ও ইত্তেহাদ এয়ারওয়েজ। মধ্যপ্রাচ্য, তুরস্ক ও উত্তর আফ্রিকার এসব দেশ থেকে প্রতিদিন যাত্রীবাহী প্রায় ৫০টি ফ্লাইট যুক্তরাষ্ট্রের উদ্দেশে ছেড়ে আসে। এমিরেটস এয়ারলাইনস জানিয়েছে, নিরাপত্তার জন্য নতুন নীতিমালা তৈরি করতে তারা যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের সঙ্গে কাজ করেছে। যুক্তরাষ্ট্রের ১২টি শহরে দুবাই  থেকে এই এয়ারলাইনসের উড়োজাহাজ ছেড়ে যায়। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বাইরে  থেকে যুক্তরাষ্ট্রে আসা ফ্লাইটগুলোর নিরাপত্তা বৃদ্ধিতে নতুন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়ার পর এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এদিকে টার্কিশ এয়ারলাইনস টুইটারে জানিয়েছে, গতকাল থেকে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটগুলোতে যাত্রীরা সব ধরনের ইলেকট্রনিকস যন্ত্রপাতি বহন করতে পারবে। তুরস্কের গণমাধ্যমের খবরে বলা হয়, মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কর্মকর্তারা ইস্তাম্বুলে দেশটির প্রধান বিমানবন্দর পরিদর্শন করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর