শিরোনাম
রবিবার, ৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বেনাপোলে বাস কাউন্টারে ছাত্রলীগের ভাঙচুর

পরিবহন ধর্মঘট, ভোগান্তি

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোলে ছাত্রলীগ কর্মীরা গ্রিনলাইন বাস পরিবহনের কাউন্টার ভাঙচুর করেন। এ সময় পিটিয়ে আহত করে চার পরিবহন শ্রমিককে। শুক্রবার বিকালের এ ঘটনার প্রতিবাদে গতকাল সকাল থেকে বেনাপোলে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে পরিবহন শ্রমিক সংগঠনগুলো। বেনাপোলের প্রধান সড়কে বেরিকেট দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে শত শত পাসপোর্ট যাত্রী আটকা পড়ে বেনাপোল চেকপোস্টে। শ্রমিকরা জানান, শুক্রবার বিকালে জেলা ছাত্রলীগের সম্মেলন সফল করার লক্ষ্যে পৌর ছাত্রলীগ নেতা-কর্মীরা বন্দরে মিছিল বের করেন। মিছিলটি যখন বেনাপোল বাসস্ট্যান্ডে আসে তখন গ্রিনলাইন পরিবহনের একটি বাসের বক্সে যাত্রীদের লাগেজ ওঠাচ্ছিলেন মোহন নামে এক শ্রমিক। এ সময় ছাত্রলীগ কর্মীদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা মোহনকে বেধড়ক মারপিট করে। তাকে বাঁচাতে এসে বাসের চালক জামাল, সুপারভাইজার আলাল ও হেলপার লিয়াকতও মারধরের শিকার হন। পরে ছাত্রলীগ কর্মীরা বিজিবি ক্যাস্পের সামনে গ্রিনলাইনের কাউন্টার ভাঙচুর করে।

বেনাপোল গ্রিনলাইন পরিবহনের ম্যানেজার রবীন বলেন, ‘বিষয়টি ঢাকায় মালিককে জানানো হয়েছে। পোর্ট থানায়ও অভিযোগ দেওয়া হয়েছে। জড়িতদের আটক না করা পর্যন্ত ধর্মঘট চলবে।’ পোর্ট থানার ওসি অপূর্ব হাসান বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। হামলাকারীদের আটকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। শ্রমিক সংগঠন ও পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে বসে বিষয়টি সুরাহারও চেষ্টা চলছে।’

সর্বশেষ খবর