বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা
সংঘর্ষে ছাত্র সংগঠন

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

প্রতিদিন ডেস্ক

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ চলাচালে একজনকে অস্ত্র হাতে দেখা যায় —বাংলাদেশ প্রতিদিন

চট্টগ্রাম কলেজে গতকাল দুপুরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় এক যুবককে আগ্নেয়াস্ত্র হাতে দেখা গেছে। সংঘর্ষে আহত নয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিডিনিউজের।

কলেজ পুলিশ ফাঁড়ির এসআই কামাল হোসেন জানিয়েছেন, সবুজ ও দোলন নামে দুই ছাত্রলীগ নেতার অনুসারীর মধ্যে এ সংঘর্ষ হয়। ওই দুই ছাত্রলীগ নেতা যুবলীগ কর্মী নুরুল মোস্তফা টিনুর অনুসারী হিসেবে পরিচিত। টিনু নিজেকে প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির সমর্থক বলে পরিচয় দেন। প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, টিনুর অনুসারীরা সকালে কলেজের ভিতরে অবস্থান নেন। পরে প্রতিপক্ষ সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী ছাত্রলীগ কর্মীরা ক্যাম্পাসে ঢুকতে চাইলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয়। এরপর ক্যাম্পাসের ভিতরে থাকা টিনু সমর্থক সবুজ ও দোলনের অনুসারীর মধ্যে কথাকাটাকাটি থেকে হাতাহাতি হয়। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। এক পর্যায়ে কলেজের সামনের রাস্তায় অবস্থান নেওয়া ছাত্রলীগের এক পক্ষের কর্মীদের মধ্যে হলুদ গেঞ্জি পরা এক যুবককে আগ্নেয়াস্ত্র হাতে দেখা দেখা যায়। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায়। পরে পুলিশ উভয় পক্ষকে সরিয়ে দেয়। তবে অস্ত্রহাতে ওই যুবকের পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর জানান, সংঘর্ষের পর বিকালে কলেজ থেকে নয়জনকে চট্টগ্রাম মেডিকেলে আনা হয়। আহতরা হলেন মনির, পারভেজ, জাহিদ, দোলন দে, সোহাগ, ইরফান, বাপ্পী, তৌহিদুল ইসলাম ও সুদীপ্ত। এদের অধিকাংশের মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

সর্বশেষ খবর