শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

তারেকের শাশুড়ির বিরুদ্ধে দুদকের মামলা বাতিল

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলা বাতিল করেছে আপিল বিভাগ। একই সঙ্গে ওই নোটিসের কার্যকারিতা বাতিল করে সম্পদ বিবরণী চেয়ে আবারও নোটিস দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ইকবাল মান্দ বানুর লিভ টু আপিল নিষ্পত্তি করে গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেয়। সম্পদের হিসাব জমা না দেওয়ায় তারেকের শাশুড়ির বিরুদ্ধে এ মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন-দুদক। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন কায়সার কামাল ও রাগিব রউফ চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। খুরশীদ আলম খান জানান, সম্পদ বিবরণী চেয়ে দেওয়া নোটিসের পরিপ্রেক্ষিতে দুদকের করা মামলা বাতিল হয়েছে। নতুন করে নোটিস দিতে দুদককে নির্দেশনা দিয়েছে আদালত। আবেদনকারীর পক্ষের আইনজীবী কায়সার কামাল বলেন, নোটিস দেওয়ার সময় ইকবাল মান্দ বানু দেশে ছিলেন না। তার বাড়ির তত্ত্বাবধায়কের কাছে নোটিস দেওয়া হয়। এ যুক্তিতে আদালত মামলাটি বাতিল করেছে। তবে সম্পদের হিসাব বিবরণী চেয়ে দুদক নতুন করে নোটিস দিতে পারবে। মামলাটি বিচারিক আদালতে ১৬ আগস্ট অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। জরুরি অবস্থার সময় ২০০৭ সালে তারেক রহমানের অবৈধ সম্পদের অনুসন্ধান চলাকালে ইকবাল মান্দ বানুর নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ থাকার তথ্য পেয়ে ২০১২ সালের ২৫ জানুয়ারি তার সম্পদের হিসাব চেয়ে দুদক নোটিস দেয়। নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি সম্পদ বিবরণী না দেওয়ায় ২০১৪ সালের ৩০ জানুয়ারি দুদক রমনা থানায় এ মামলা করে। ২০১৬ সালের ১৯ জানুয়ারি দুদক ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দিলে ২৬ জানুয়ারি হাই কোর্টে রিট করেন তারেকের শাশুড়ি। রিট গত বছরের ২ ফেব্রুয়ারি হাই কোর্টে খারিজ হলে ওই বছরের ২৮ ফেব্রুয়ারি লিভ টু আপিল করেন ইকবাল মান্দ বানু। শুনানি নিয়ে আবেদনটির নিষ্পত্তি করে গতকাল রায় দেয় আপিল বিভাগ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর