শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ফি দিতে না পারায় পিটিয়ে স্কুলছাত্রকে বের করে দিলেন শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পরীক্ষার ফি দিতে না পারায় অষ্টম শ্রেণির ছাত্র শাকিব আলীকে বেধড়ক পিটিয়ে স্কুল থেকে বের করে দিয়েছেন এক শিক্ষক। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার পশ্চিম ঝিকরা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ছাত্রের পিতা জাহাঙ্গীর হোসেন গতকাল চারঘাট মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। জাহাঙ্গীর হোসেন জানান, ‘আমি দিনমজুর শ্রমিক। স্কুলের পরীক্ষার ১৩০ টাকা ফি দিতে না পারায় ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক আমার ছেলেকে মারপিট ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে বের করে দেন। আমি কাজ থেকে বিকালে বাড়ি এসে এ খবর জানতে পেরে অভিযুক্ত শিক্ষক      মোজাম্মেলের সঙ্গে কথা বলতে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।’ এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মোজাম্মেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওই ছাত্রের কাছে ফি চাওয়া হয়েছিল মাত্র। মারপিট বা গালিগালাজ এমনকি স্কুল থেকে তাকে বের করে দেওয়া হয়নি।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ রানা বলেন, ‘ওই ছাত্র বেতন, ফি কোনো কিছুই দেয় না। তার পরেও বিদ্যালয় থেকে ওই ছাত্রকে বের করে দেওয়া হয়েছে অভিযোগটি সঠিক নয়। পরীক্ষার হাজিরা কথা  এবং তার লেখা খাতা তার প্রমাণ।’

চারঘাট মডেল থানার এসআই আবু তাহের বলেন, বৃহস্পতিবার এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর