বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

মানবসেতুতে হাঁটা সেই চেয়ারম্যানের জামিন বাতিল

নিজস্ব প্রতিবেদক

ছাত্রদের দেহকে সেতু বানিয়ে তার ওপর দিয়ে হাঁটা চাঁদপুরের হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীর জামিন বাতিল করেছে হাই কোর্ট। গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। চেয়ারম্যান পাটোয়ারীকে চার সপ্তাহের মধ্যে চাঁদপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এক শিক্ষার্থীর অভিভাবকের করা আবেদনে এর আগে জারি করা রুলের নিষ্পত্তি করে উচ্চ আদালত এ রায় দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. শাহরিয়ার কবির; সঙ্গে ছিলেন সারওয়ার হোসেন। চেয়ারম্যানের পক্ষে শুনানি করেন আইনজীবী শ ম রেজাউল করিম। গত ৩০ জানুয়ারি হাইমচরের নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রতীকী মানবসেতুর ওপর দিয়ে হাঁটেন উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী। এ ঘটনায় ব্যাপক সমালোচনার প্রেক্ষাপটে ১ ফেব্রুয়ারি এক শিক্ষার্থীর অভিভাবক আবদুল কাদের গাজী মামলা করেন। চেয়ারম্যান পাটোয়ারী ২৯ মার্চ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে চাঁদপুর শিশু আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ মামলার অভিযোগপত্র দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। জামিনের ওই আদেশ বাতিল চেয়ে নীলকমল ওছমানিয়া উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক রিট আবেদন করলে ২৫ এপ্রিল হাই কোর্ট রুল জারি করে। সেই রুল নিষ্পত্তি করে রায় হলো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর