মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

মেয়েকে ইভ টিজিং প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ শহরের পাবলিক হল রোডের এক স্কুলছাত্রীকে ইভ টিজিং করার প্রতিবাদ করায় বাবা কাজী মাহবুবকে (৫০) কুপিয়ে হত্যা করেছে একদল বখাটে। রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। গতকাল আসরের নামাজের পর শহরের এস কে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের আড়পাড়া গ্রামের কবরস্থানে তার লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পেশায় কাজী মাহবুব স্ট্যাম্প ভেন্ডার ছিলেন। গোপালগঞ্জ দলিল লেখক সমিতি কাজী মাহবুবের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে কর্মবিরতি পালন, কালো ব্যাজ ধারণ ও তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাজী মাহবুবের মেয়ে গোপালগঞ্জ সরকারি বীণাপাণি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। স্কুলে যাতায়াতের পথে কিছু দিন ধরে তাকে উত্ত্যক্ত করত আকাশ নামে এক বখাটে। কাজী মাহবুব আকাশকে কয়েকবার নিষেধ করা সত্ত্বেও সে উত্ত্যক্ত করত। এ ব্যাপারে থানায় অভিযোগ দিলে পুলিশ আকাশকে আটক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। এরপর আকাশ ও তার কয়েক সহযোগী কাজী মাহবুবকে ১৫ জুলাই রাতে বাসার সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই রবিবার রাতে তার মৃত্যু হয়। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, ‘ঘটনা শোনার পর থেকেই জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।’

সর্বশেষ খবর