বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
প্রকৃতি

সীমান্তে ২১ কোটি টাকার সাপের বিষ আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সীমান্তে ২১ কোটি টাকার সাপের বিষ আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী মদনা গ্রামের মাঠ থেকে প্রায় ২১ কোটি টাকা মূল্যের ৩ কেজি ৩০ গ্রাম কোবরা সাপের বিষ আটক করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। গতকাল দুপুরে বিজিবি এ তথ্য নিশ্চিত করে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে এই বিষ আটক করা হয়। আটককৃত সাপের বিষের আনুমানিক মূল্য প্রায় ২১ কোটি টাকা। চুয়াডাঙ্গা-৬ বিজিবির অতিরিক্ত পরিচালক মুহাম্মদ লুত্ফুল কবীর জানান, মঙ্গলবার বিকালে বিজিবির একটি দল দামুড়হুদার মদনা মাঠ এলাকায় টহল দিচ্ছিল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুজন লোক দুটি ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে টহল দল ঝোপের ভিতর থেকে ব্যাগ দুটি উদ্ধার করে। যার ভিতর থেকে কোবরা সাপের বিষসহ ৫ কেজি ৯৩০ গ্রাম ওজনের চারটি কাচের জার পাওয়া যায়। কাচের জারে প্রায় ৩ কেজি ৩০ গ্রাম কোবরা সাপের বিষ পাওয়া যায়।

সর্বশেষ খবর