সোমবার, ৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

ভারতে নারী নির্যাতনে দ্বিতীয় পশ্চিমবঙ্গ

কলকাতা প্রতিনিধি

ভারতে নারী নিগ্রহে বর্তমানে শীর্ষে রয়েছে উত্তর প্রদেশ। আর দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি)-এর রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। গতকাল এ প্রতিবেদনটি প্রকাশ করেছে কলকাতার দৈনিক এই সময় পত্রিকা।

প্রতিবেদনে ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালের তথ্য তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়েছে, সর্বশেষ ২০১৬ সালে সবচেয়ে বেশি নারী নিগ্রহের ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। সংখ্যা ৪৮ হাজার ৭৫৭। দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ। সংখ্যা ৩৪ হাজার ২০৫। তৃতীয় স্থানে মহারাষ্ট্র। সংখ্যা ৩১ হাজার ৩০৮। প্রতিবেদনে এও বলা হয়েছে, ২০১৪ ও ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে নারী নিগ্রহের ঘটনা কমেছে পশ্চিমবঙ্গে। ২০১৪ সালে পশ্চিমবঙ্গে এই সংখ্যা ছিল ৩৯ হাজার ৩১২ আর ২০১৫ সালে ছিল এই সংখ্যা ৩৪ হাজার ৩৭৪। অধিকাংশ বড় রাজ্যে বেড়েছে এই নারী নিগ্রহের ঘটনা। এর মধ্যে রয়েছে গুজরাট, ছত্রিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও হরিয়ানা। এছাড়া উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ ও পাঞ্জাবেও নারী নিগ্রহের ঘটনা বেড়েছে।

সর্বশেষ খবর