রবিবার, ২৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

যাত্রা স্বস্তিদায়ক করা হবে যে কোনো মূল্যে

—ওবায়দুল কাদের

নোয়াখালী ও কুমিল্লা প্রতিনিধি

ঈদকে সামনে রেখে যে কোনো মূল্যে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ জন্য তিনি সড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। মন্ত্রী গতকাল নোয়াখালীর কবিরহাটে এবং কুমিল্লার চৌদ্দগ্রামে এ কথা বলেন। তিনি কবিরহাটে পানিবন্দী অসহায় দুস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ শেষে এবং চৌদ্দগ্রামে একটি রেস্তোরাঁয় সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সড়ক পথ স্বস্তিদায়ক করার ব্যাপারে ওবায়দুল কাদের সড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের হুঁশিয়ারি দিয়ে জানান, এ ক্ষেত্রে কোনো প্রকার অজুহাত চলবে না। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার টার্গেট হচ্ছে যে কোনো মূল্যে ঘরমুখো যাত্রীদের যাত্রা স্বস্তিদায়ক করার জন্য রাস্তা সচল রাখতে হবে এবং সে লক্ষ্যকে সামনে রেখে অলরেডি আমরা ৭০% টার্গেট ফুলফিল করেছি। ঈদের পুরোপুরি যাত্রা শুরু হওয়া পর্যন্ত আমরা রাস্তাগুলোকে পাসএবল এবং ইউজএবল করতে পারব। জনগণের যাত্রা রমজানের ঈদের মতোই স্বস্তিদায়ক করতে পারব। এ নিয়ে ভয়, দুঃচিন্তা, দুর্ভাবনার কোনো কারণ নেই। আমি নিজে মনিটর করছি। আমি অজুহাত হিসেবে বৃষ্টি-বন্যা এসব দেখতে চাই না।’ তিনি আরও বলেন, ‘বৃষ্টি থাকুক, বৃষ্টি না থাকুক— যে কোনো অবস্থায় আমাদের প্রকৌশলীরা রাস্তায় থাকবে, পুলিশ রাস্তায় থাকবে, প্রশাসন রাস্তায় থাকবে, মালিক শ্রমিকরা রাস্তায় থাকবে। বৃষ্টির সময় যেখানেই গর্ত হবে সঙ্গে সঙ্গে সেখানেই ভরাট করা হবে। যেখানেই কোনো ছিদ্র হবে সঙ্গে সঙ্গেই ভরাট করা হবে। যেখানে পানি জমবে সঙ্গে সঙ্গেই পানি পাম্পআউট করে দেওয়া হবে। এভাবেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। কক্সবাজার থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত সব নির্বাহী প্রকৌশলীকে নিয়ে আমি ঢাকায় যাওয়ার পথে বৈঠক করব।’

কবিরহাট পৌরসভা প্রাঙ্গণের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাহবুবুল আলম তালুকদার, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ পিপিএম-সেবা, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি প্রমুখ। এর আগে কুমিল্লার চোদ্দগ্রামে মতবিনিময় অনুষ্ঠানে কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর