বুধবার, ৩০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

২৪ ঘণ্টায় অপসারণ করা হবে কোরবানির বর্জ্য

——— মেয়র খোকন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পশু কোরবানির ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এ ছাড়া দ্রুত বর্জ্য অপসারণে দুই সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। গতকাল নগর ভবনে দুই সিটি করপোরেশনের এক সমন্বয় সভায় মেয়র খোকন এ সিদ্ধান্তের কথা জানান। মেয়র জানান, রাজধানীতে পশু কোরবানির জন্য ১ হাজার ১৭৪টি স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনে ৬২৫টি এবং উত্তর সিটি করপোরেশনে ৫৪৯টি স্থানে পশু কোরবানি দেওয়া যাবে। নির্ধারিত স্থানের বাইরে পশু কোরবানিতে কোনো নিষেধাজ্ঞা না থাকলেও পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনার সুবিধার জন্য গত কয়েক বছর ধরে আলাদাভাবে স্থান নির্ধারণ করে দেওয়া হচ্ছে সিটি করপোরেশন থেকে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বিদেশে চিকিৎসাধীন থাকায় এবার ঈদের আগে এই প্রস্তুতি সভা যৌথভাবে করা হয়েছে। কোরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য দক্ষিণ সিটি করপোরেশন আড়াই লাখ চটের ব্যাগ এবং উত্তর সিটি করপোরেশন ৪ লাখ ৫৫ হাজার পলিব্যাগ সরবরাহ করবে। সাঈদ খোকন বলেন, এবার দুই সিটি করপোরেশন মিলিয়ে ঢাকায় প্রায় ৪ লাখ ৭৫ হাজার পশু কোরবানি হতে পারে। এই হিসেবে ঈদের তিন দিনে প্রায় ২৫ হাজার টন অতিরিক্ত বর্জ্য তৈরি হবে রাজধানীতে।

সর্বশেষ খবর