বুধবার, ৩০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

খুলনায় শিশু হত্যায় মাসহ চারজনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা মহানগরীর আড়ংঘাটা থানা এলাকার চাঞ্চল্যকর হাসমি মিয়া (৯) হত্যা মামলার রায়ে শিশুটির মা সোনিয়া আক্তারসহ চার আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। গতকাল    দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মাৎ দিলরুবা সুলতানা এ রায় দেন। ২০১৬ সালের ৬ জুন রাতে মায়ের সঙ্গে অন্যকে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় দেখে ফেলায় হাসমিকে খুন করে আসামিরা। ফাঁসির দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন— নিহতের মা সোনিয়া আক্তারের প্রেমিক মো. নুরুন্নবী (২২), মো. রসুল (১৯) ও হাফিজুর রহমান (২৮)। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার আরেক আসামি রাব্বি সরদারকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এর আগে ২১ আগস্ট এ মামলার রায়ের দিন ধার্য থাকলেও তা পেছানো হয়। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বীরেন্দ্রনাথ সাহা জানান, মা সোনিয়া বেগমের সামনেই শিশুটিকে নৃশংসভাবে খুন করে তিন ঘাতক। ঘটনার তিন দিন পর ৯ জুন সকালে আড়ংঘাটা বাইপাস সড়কসংলগ্ন সরদারডাঙ্গা বিলের মধ্যে থেকে বস্তাবন্দী অবস্থায় হাসমির লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হাসমির বাবা মো. হাফিজুর রহমান বাদী হয়ে পাঁচ আসামির বিরুদ্ধে অপহরণের পর হত্যা ও লাশ গুমের মামলা করেন। জানা যায়, বিয়ের পর হাফিজুর রহমান দীর্ঘদিন কুয়েতে ছিলেন। এ সময় অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন সোনিয়া আক্তার। দেশে ফিরে শোধরানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে স্ত্রীকে তালাক দেন হাফিজুর। এ সময় হাসমি থেকে যায় বাবার কাছে। পরে এ ঘটনায় হাফিজুরকে বিপদে ফেলতে হাসমিকে অপহরণের জন্য ঘাতকদের সঙ্গে ৫০০ টাকা ও অনৈতিক কাজের চুক্তি করে সোনিয়া।

সর্বশেষ খবর