শিরোনাম
বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

পাবনায় হিন্দু বাড়িতে হামলা ভাঙচুর লুট

পাবনা প্রতিনিধি

পাবনা শহরের শিবরামপুর মহল্লায় এক মন্দির কমিটির নেতার বাড়িতে গতকাল দুপুরে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। তারা বাড়ির মহিলাদের পিটিয়ে সোনার অলঙ্কার ও নগদ টাকাপয়সা লুটে নেয়। চলে যাওয়ার সময় ‘এ বাড়ি ছেড়ে চলে যাবি। নইলে বাঁচতে পারবি না’ বলে হুমকি দেয়। এদিকে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।’

গৃহস্বামী স্বপন কুণ্ডু শিবমন্দির কমিটির সাধারণ সম্পাদক। ঘটনার সময় তিনি বাড়ি ছিলেন না। তিনি জানান, তার ছেলে তাপসও ওই সময় ছিলেন না। ছয়-সাত জন সন্ত্রাসী হঠাৎ বাড়িতে ঢুকে পড়ে। তারা তাপস কুণ্ডুকে খুঁজতে থাকে। না পেয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। তার পুত্রবধূ তমা ও স্ত্রী যমুনাকেও পিটুনি দেয়। স্বপন কুণ্ডুর স্ত্রী যমুনা কুণ্ডু কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘৪০ বছর ধরে আমরা এ বাড়িতে ভাড়াটে। কারও সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। তারা কেন আমার ছেলেকে খুঁজল, লুটপাট করল বুঝতে পারছি না।’ তাপস কুণ্ডু বলেন, ‘ঘটনার পর থেকে আমরা অনিরাপদ বোধ করছি।’ বাড়ির মালিক আহসান হাসিব তূর্য বলেন, ‘ঘটনার সময় আমি বাড়ি ছিলাম না। কয়েকজন সন্ত্রাসী আমার বাড়ির গেট ভাঙার চেষ্টা করে। আমার মা বাধা দিতে গিয়ে হাতে চোট পেয়েছেন। স্বপন কুণ্ডুরা আমাদের বাড়ি ভাড়া নিয়ে প্রায় ৪০ বছর ধরে বাস করছেন। তাদের কোনো শত্রু আছে বলে আমার জানা নেই।’ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সহ-প্রচার সম্পাদক সাধন কুমার সাহা বলেন, ‘প্রশাসন ২৪ ঘণ্টার মধ্যে দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে ব্যর্থ হলে আমরা আন্দোলন শুরু করব। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ পাবনা জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাদল ঘোষ ঘটনার নিন্দা জানিয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ খবর