সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

বর্ণাঢ্য নৌকাবাইচ

হবিগঞ্জ ও নড়াইল প্রতিনিধি

বর্ণাঢ্য নৌকাবাইচ

নড়াইলে গতকাল ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা হয় —বাংলাদেশ প্রতিদিন

বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জ ও নড়াইলে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জের নবীগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গতকাল বিকালে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের ছোট সাকোয়া এলাকার শাখা বরাক নদীতে সর্দারপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত হয় এ নৌকাবাইচ প্রতিযোগিতা। এতে অংশ নেয় বিভিন্ন এলাকার আটটি নৌকা। এর আগে ৩য় রাউন্ডে পৃথক বাইচে চারটি নৌকার দৌড় সমান (ড্র) হওয়ায় গতকাল ফাইনাল অনুষ্ঠিত হয়। ফাইনালের আগে চারটি নৌকা-নবীগঞ্জের হালিতলা, বানিয়াচঙ্গের বাগহাতা, আজমিরীগঞ্জের জিলুয়া ও জগন্নাতপুরের গুতগাঁওয়ের নৌকার মধ্যে ৩য় রাউন্ডের দৌড় শেষে বিজয়ী দুটি নৌকার ফাইনাল দৌড় অনুষ্ঠিত হয়। ফাইনালে লড়ে বানিয়াচঙ্গের বাগহাতা নৌকা ও নবীগঞ্জের হালিতলা। চ্যাম্পিয়ন হয় বানিয়াচঙ্গের বাগহাতা। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরুল ইসলাম। স্থানীয় ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিনের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষক সমিতির প্রাথমিক যুগ্ম সম্পাদক রুবেল মিয়ার পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার, নবীগঞ্জ-বাহুবল সার্কেল এএসপি রাসেলুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান, থানার ওসি আতাউর রহমান, পৌরসভার প্যানেল মেয়র এ টি এম সালাম, জেলা পরিষদ সদস্য আবদুল মালিক প্রমুখ। 

নৌকাবাইচ দেখতে দুপুরের পর থেকেই নদীর পাদদেশে বিভিন্ন এলাকার শিশু-কিশোর-কিশোরীসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ জমায়েত হন। নদীর দুই পাড়ে নামে হাজারো মানুষের ঢল। এদিকে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে উৎসবমুখর পরিবেশে নড়াইলের চিত্রানদীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বেলা পৌনে ৩টায় নড়াইল পুরাতন ফেরিঘাটে এ নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন সিকদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, নড়াইল জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, অ্যাডভোকেট নজরুল ইসলাম, হাসানুজ্জামান হাসান, মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান হিলু ও সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে প্রাণআপের পৃষ্ঠপোষকতায় এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রা নদীর পুরাতন ফেরিঘাট থেকে এস এম সুলতান সেতু (চিত্রা ব্রিজ) পর্যন্ত ৪ কিলোমিটার নৌকাবাইচ প্রতিযোগিতায় নারীদের পাঁচটি ও পুরুষদের ১৫টি নৌকা অংশগ্রহণ করে। নৌকাবাইচে প্রথমে অংশ নেয় নারী প্রতিযোগীরা। পরে শুরু হয় পুরুষদের প্রতিযোগিতা। চিত্রা নদীর দুই পাড়ে অবস্থিত বিভিন্ন বাসা-বাড়ির ছাদে এবং গাছপালার ডালে বসে বিভিন্ন বয়সী হাজার হাজার নারী-পুরুষ ও শিশু আকর্ষণীয় এ নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর