সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

পরিচয় মিলল ৩৮ টুকরা লাশের

সাভার প্রতিনিধি

আশুলিয়ায় হত্যার পর এক নারীর ৩৮ টুকরো লাশ ড্রামের ভিতর থেকে উদ্ধারের ঘটনায় ওই নারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শনিবার দুপুরে মুকুল নামের এক ব্যক্তিকে ঝিনাইদহ থেকে আটক করা হয়েছে। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অফিস সহকারী হিসেবে কাজ করেন।

নিহত নারীর নাম তাসলিমা। তিনি আশুলিয়ার  হামিম গ্রুপের নেক্স কালেকশন পোশাক কারখানার শ্রমিক ছিলেন। ঝিনাইদহ সদরের নৈহাটি বড়পাতা গ্রামের তক্কেল মণ্ডলের মেয়ে। এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আউয়াল জানান, গত ১ সেপ্টেম্বর আশুলিয়ার জামগড়া এলাকার মাসুদ রানার বাড়ির এক ভাড়াটিয়ার কক্ষ থেকে ড্রামের ভিতরে এক নারীর ৩৮ টুকরো লাশ উদ্ধার করে পুলিশ। তারপর থেকেই পুলিশ নারীর পরিচয় ও হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে নারীর পরিচয় শনাক্ত ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মুকুল নামে একজনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে ওই নারীর স্বামীসহ একাধিক ব্যক্তি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। তবে নিহতের স্বামী ও মূল আসামি টেইলার্স কর্মী মজিবুর রহমান মজিদকে গ্রেফতারের পর এবং আরও তদন্ত সাপেক্ষে এ হত্যাকাণ্ডের কারণ জানা যাবে। উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর আশুলিয়ার জামগড়া এলাকার প্রবাসী মাসুদ রানার বাড়ির এক ভাড়াটিয়ার কক্ষ থেকে ড্রামের ভিতর এক নারীর ৩৮ টুকরো লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার তিন দিন পর ওই বাড়ির কেয়ারটেকার হারুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। ওই বাড়িতে পরিচয় গোপন করে ভাড়া নেন টেইলার্সকর্মী মজিবুর রহমান মজিদ।

সর্বশেষ খবর