শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

বন্যাদুর্গত এলাকায় বসুন্ধরার ত্রাণ তৎপরতা অব্যাহত

মানিকগঞ্জ প্রতিনিধি

বন্যাদুর্গত এলাকায় বসুন্ধরার ত্রাণ তৎপরতা অব্যাহত

মানিকগঞ্জে গতকাল ত্রাণ বিতরণ করেন বসুন্ধরা গ্রুপের প্রধান উপদেষ্টা মাহবুব মোর্শেদ হাসান রুনু —বাংলাদেশ প্রতিদিন

মানিকগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে বসুন্ধরা গ্রুপ। ইতিমধ্যে বসুন্ধরা গ্রুপ জেলার দৌলতপুর ও ঘিওর উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে। এরই ধারাবাহিকতায় গতকাল দুপুরে হরিরামপুর উপজেলায় ত্রাণ বিতরণ করে বসুন্ধরা গ্রুপ। সরেজমিন হরিরামপুর উপজেলা ডাকবাংলো প্রাঙ্গণে ২ হাজার ২০০ বন্যার্ত পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, চিঁড়া, গুড়, বোতলজাত খাওয়ার পানি ও জরুরি ওষুধ বিতরণ করতে দেখা যায়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের প্রধান উপদেষ্টা মাহবুব মোর্শেদ হাসান রুনু। তিনি বলেন, ‘আমরা অসহায় মানুষের পাশে আছি এবং থাকব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্পপতিদের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সেই আহ্বানে সাড়া দিয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান দেশব্যাপী অসহায় বন্যার্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। অসহায় লোকজনের কথা চিন্তা করে মানিকগঞ্জে আমরা ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছি। এ জেলায় বসুন্ধরা গ্রুপ আরও ত্রাণ বিতরণ করবে।’ মাহবুব মোর্শেদ হাসান রুনু বলেন, ‘বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সব সময় পরামর্শ দেন সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতা করার জন্য। আমরা প্রচারে বিশ্বাস করি না। আমরা নীরবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি।’ তবে দেশে এখন অনেক শিল্পপতি আছেন। এ ধরনের ভালো কাজ দেখে উদ্বুদ্ধ হয়ে তারাও বন্যার্তদের পাশে দাঁড়াবেন বলে তিনি মনে করেন। অনুষ্ঠানে উপস্থিত জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন বলেন, ‘মানিকগঞ্জে প্রতিটি কল্যাণকর কাজে বসুন্ধরা গ্রুপের প্রধান উপদেষ্টা মাহবুব মোর্শেদ হাসান রুনুর সহযোগিতা রয়েছে। বসুন্ধরা গ্রুপ অসহায় বন্যার্তদের সাহায্য করা ছাড়াও শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়াঙ্গনেও বিশেষ অবদান রেখে যাচ্ছে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের দুই ছেলে দেশের বৃহৎ দুটি ক্লাবের দায়িত্ব পালন করছেন।’ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নীনা রহমান, সাধারণ সম্পাদক লক্ষ্মী চ্যাটার্জি, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম মট্টু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জনি প্রমুখ।

সর্বশেষ খবর