শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

আশুলিয়ায় শালিস বৈঠকে যুবককে পিটিয়ে হত্যা

সাভার প্রতিনিধি

আশুলিয়ায় শালিস বৈঠকে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত লিটন মালন (২৫) আশুলিয়ার চাকল গ্রামের রাজ কিষণ মালনের ছেলে। বুধবার রাতে বেধড়ক মারপিটের শিকার হয়ে লিটন প্রাণ হারান। এ ঘটনায় হত্যার অভিযোগে আশুলিয়া থানায় মামলা হয়েছে।

এলাকাবাসী ও স্থানীয় সূত্র জানায়, সাভার উপজেলার আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চকল গ্রামের এক মহিলার সঙ্গে পরকীয়ার অভিযোগে বুধবার রাতে লিটনের বাড়িতে শালিস বৈঠক বসানো হয়। পাথালিয়ার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ আহমেদের নেতৃত্বে আতিকুল, ছকু, নুরু ইসলামসহ ১০-১২ জন মিলে ওই শালিস বৈঠকে লিটন মালনকে হাত-পা বেঁধে বেধড়ক পেটায়। একপর্যায়ে লিটন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু তার আগেই তার মৃত্যু হয়। মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে শালিস বৈঠকের হোতারা মৃতদেহ বাড়িতে নিয়ে আত্মহত্যার প্রচারণা চালায়। খবর পেয়ে সকালে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহতের শরীরে অসংখ্য নির্যাতনের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আওয়াল বলেন, লিটনের পরিবার দাবি করেছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেয়েছি আসামি ধরার জন্য অভিযান চালানো হচ্ছে। এই ঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর