শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

বুলেট ট্রেন চালু করছে ভারত

দীপক দেবনাথ, কলকাতা

বুলেট ট্রেন চালু করছে ভারত

ভারতে দ্রুতগামী বুলেট ট্রেন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হলো। গতকাল আহমেদাবাদের সবরমতী স্টেশনে বুলেট ট্রেনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

৫০৮ কিলোমিটার দীর্ঘ মুম্বাই-আহমেদাবাদ পর্যন্ত বুলেট ট্রেন চালু শুরু হয়ে যাবে আগামী পাঁচ বছর অর্থাৎ ২০২২ সালের মধ্যেই। ১ লাখ ১০ হাজার কোটি রুপির এই প্রকল্পে ৮১ শতাংশ বিনিয়োগ আসছে জাপান থেকে। তবে আর্থিক সহায়তাই নয়, প্রযুক্তিগত সহযোগিতাও করছে জাপান। প্রায় শতাধিক জাপানি প্রকৌশলী এই কাজে সহায়তা করবে। এই ট্রেন চালু হলে ৮ ঘণ্টার পরিবর্তে মাত্র ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে আহমেদাবাদ থেকে মুম্বাইয়ে পৌঁছে যাওয়া যাবে। ঘণ্টায় ৩২০ থেকে ৩৫০ কিলোমিটার বেগে ছুটবে এই ট্রেন। এই রেলপথের যাত্রার মধ্যে ৬ শতাংশ থাকবে টানেল পথ বাকি থাকবে মাটির ওপর। মোট ১২ টি স্টেশন থাকছে এই রেলপথে। বুলেটের ভাড়া হতে পারে ২৭০০ থেকে ৩ হাজার রুপির মতো। আপাতত ট্রেনটিতে ১০টি বগি থাকবে বলে জানা গেছে। প্রতিদিন ৩৫ হাজার যাত্রীর যাতায়াতের সুযোগ থাকবে বলেও জানা গেছে। বুলেট ট্রেনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে মোদি বলেন, হাই স্পিড কানেকটিভিটির সঙ্গে জড়িয়ে রয়েছে দেশের উন্নয়ন, সেই কারণে বুলেট ট্রেনের মতো হাই স্পিড কানেকটিভিটির ওপর কেন্দ্র জোর দিয়েছে। তিনি বলেন, কানেকটিভিটি ছাড়িয়ে হাই স্পিড কানেকটিভিটির ওপর জোর দেওয়া হচ্ছে। হাই স্পিড কানেকটিভিটির মধ্য দিয়ে একদিকে গতি বাড়বে অন্যদিকে দূরত্ব কমবে পাশাপাশি আর্থিক উন্নতির নতুন দিগন্ত খুলবে। তিনি আরও বলেন কোনো দেশের আর্থিক প্রবৃদ্ধি তখনই হবে যখন উৎপাদন হবে। আমাদের লক্ষ্যই হলো হাই স্পিড কানেকটিভিটির মাধ্যমে আরও বেশি উৎপাদন।  এদিকে বক্তব্যের শুরুতেই ‘নমস্কার’ বলে সবাইকে সম্বোধন করেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে। প্রকল্পের উদ্বোধন করে তিনি বলেন, ভারতকে প্রগতির পথে এগিয়ে নিতে যেতে পেরে জাপান নিজের ধন্য মনে করছে। এই প্রকল্পের মাধ্যমে ভারত ও জাপানের মধ্যে বন্ধন আরও মজবুত হবে। প্রকল্পে কোনো বাধা আসবে না বলেও এদিন আশ্বাস দিয়েছেন আবে।   

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর