শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

এবার পাথর ছুড়ে বাংলাদেশি হত্যা করল বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের ওপারে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে বিএসএফের নিক্ষেপ করা পাথরের আঘাতে একজন বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন। নিহত রাখালের নাম আজাহার আলী (৩৫)। তিনি পাটগ্রাম উপজেলার রহমানপুর (গাটিয়ারভিটা) এলাকার ময়নুল হকের ছেলে। এ সময় বিএসএফের ককটেলের আঘাতে লোকমান হোসেন নামে আরও এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। আহত লোকমান হোসেনের বাড়ি উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের পানবাড়ী এলাকায়। লালমনিরহাট-১৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ জানিয়েছেন, নিহত রাখালের মরদেহ নিয়ে গেছে বিএসএফ। গতকাল শুক্রবার সকালে বুড়িমারি জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হলেও লাশ ফেরত দেয়নি বিএসএফ। স্থানীয় গরু পারাপারকারী রাখাল ও বিজিবি সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর বাংলাদেশি আজাহার আলীসহ ২৫ জনের একদল গরু পারাপারকারী রাখাল ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় পাসপোর্ট ছাড়াই সীমান্ত পার হন। তারা পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের সানিয়াজান নদীর ওপর থাকা সানিয়াজান বেইলি ব্রিজের নিচ দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। গত ১২ সেপ্টেম্বর গরু নিয়ে একই পথ দিয়ে দেশে ফেরার পথে ভারতীয় কুচবিহার ৬১-বিএসএফ ব্যাটালিয়নের হিমকুমারী ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে ককটেল ও পাথর নিক্ষেপ করে। এতে কয়েকজন আহত হন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় লোকমান হোসেনসহ অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও আজাহার আলী ঘটনাস্থলেই মারা যান। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নিহতের মরদেহ সানিয়াজান নদীর ওপর থাকা বেইলি ব্রিজের ভাটিতে কচুরিপানার ভিতর থেকে উদ্ধার করে বিএসএফ। পরে তারা বিজিবিকে খবর দেয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়দের সহায়তায় নিহত আজাহার আলীর পরিচয় নিশ্চিত করে বিজিবি। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ বলেন, ‘নিহত আজহার আলীর মরদেহ বিএসএফ উদ্ধার করে নিয়ে গেছে। ময়নাতদন্ত শেষে তা ভারতীয় পুলিশের মাধ্যমে বাংলাদেশি পুলিশের কাছে হস্তান্তরের কথা থাকলেও তা করেনি। তিনি আরও বলেন, ‘এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কড়া প্রতিবাদপত্র পাঠানো হলে শুক্রবার সকালে ভারতীয় কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়ন ও লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক (কমান্ডার) পর্যায়ে পতাকা বৈঠকও অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিএসএফ লাশ ফেরত দিতে অস্বীকৃতি জানায়।

সর্বশেষ খবর