শিরোনাম
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
ঝুঁকির মুখে পরিবেশ-পর্যটন

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে

আ আ ম স আরেফিন সিদ্দিক

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন,  মিয়ানমার সেনাবাহিনীর হত্যা, নির্যাতনের হাত থেকে বাঁচতে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে। মানবিকতার বিবেচনায় তাদের জায়গা দেওয়া অবশ্যই আমাদের কর্তব্য। তবে প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীকে চালাতে গিয়ে দেশের অর্থনীতিতে চাপ তৈরি হতে পারে। এর সঙ্গে ঝুঁকির মুখে পড়বে দেশের পর্যটন খাত ও পরিবেশ। রোহিঙ্গা নির্যাতনের অবস্থার সঙ্গে ১৯৭১-এর মিল আছে উল্লেখ করে তিনি বলেন, আমরা ’৭১-এ পাকিস্তানি বাহিনীর নির্যাতনের শিকার হয়ে ভারতে আশ্রয় নিয়েছিলাম। নয় মাস এক কোটি বাঙালিকে আশ্রয়, খাবার দিয়ে সহযোগিতা করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। বাংলাদেশ সরকারও রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিকতার পরিচয় দিয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধ শেষে দেশ স্বাধীন হলে আমরা দেশে ফিরে এসেছিলাম। মিয়ানমারের রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে সে দেশ আগ্রহী নয়। তাই বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক মহলকে সঙ্গে নিয়ে এ সংকট সমাধানে জোরালো ভূমিকা রাখতে হবে।

ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আরও বলেন, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা এত শরণার্থীর সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার মতো শক্তিশালী নয়। আর ওই অঞ্চল আমাদের পর্যটন এবং পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। এ জায়গাতে শরণার্থীরা ছড়িয়ে পড়লে এবং বাসস্থান নির্মাণ করলে ঝুঁকি তৈরি হবে। তাই শরণার্থীদের নির্দিষ্ট একটা জায়গায় সঠিক ব্যবস্থাপনার মধ্যে রাখতে হবে। কেউ তাদের ব্যবহার করে কোনো অপতৎপরতা চালাচ্ছে কি না সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বিশ্ব জনমত তৈরিতে জোর দিয়ে তিনি বলেন, এক দেশের নাগরিক অন্য দেশে থাকবে এটা আইনের পরিপন্থী। তাই মিয়ানমারকে অবশ্যই তাদের নাগরিক রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে। এজন্য বাংলাদেশ সরকারও চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চয় আলোচনা করবেন। এখান থেকে এই সংকট নিরসনের একটা সমাধান বেরিয়ে আসবে বলে আমরা আশা করছি।

সর্বশেষ খবর