বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

শুভ মহালয়ায় শুরু দুর্গোৎসব

নিজস্ব প্রতিবেদক

শুভ মহালয়ায় শুরু দুর্গোৎসব

শুভ মহালয়ার মধ্য দিয়ে গতকাল শুরু হয়েছে দেশের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব। মহালয়া মানে দেবী দুর্গার আগমনী বার্তা। শরৎকাল এলেই দুর্গতিনাশিনীর আগমনের প্রহর গুনতে শুরু করেন ভক্তকুল। আর মহালয়ার মধ্যদিয়ে শুরু হয় মা দুর্গার পূজার আনুষ্ঠানিকতা। মহালয়া উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশের দুর্গাপূজা মণ্ডপগুলোতে গতকাল ভোর থেকেই শুরু হয় আয়োজন।

রাজধানীতে প্রধান আয়োজন ছিল কেন্দ্রীয় মন্দির ঢাকেশ্বরীতে। এ জাতীয় মন্দিরে পুরোহিত রণজিৎ চক্রবর্তীর পরিচালনায় ভোর ছয়টায় চণ্ডীপাঠ, ভক্তিগান প্রভৃতি আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর ১২টায় দেবীর আবাহনের জন্য পূজা এবং মহালয়ার ‘ঘট স্থাপন’ করা হয়। মহালয়ায় দেবী দুর্গার আবাহন ছাড়াও পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে শ্রদ্ধা জানানো হয়, যাকে তর্পণ বলে। মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্যামল কুমার রায় জানিয়েছেন, শুভ মহালয়ায় ঢাকেশ্বরী মন্দিরে প্রতি বছরের মতোই এবারও ভোর থেকেই অনুষ্ঠিত হয় ভক্তিগীতি এবং দেবীর বন্দনা। দুপুরে স্থাপন করা হয়েছে মহালয়ার ঘট। লোকনাথ পঞ্জিকা অনুসারে, গতকাল বেলা ১১টা ৫৮ মিনিটে অমাবস্যা শুরু হয়ে আজ দুপুর ১২টা পর্যন্ত থাকবে। এই সময়ের মধ্যে মহালয়ার ঘট স্থাপন করতে হবে। তাই পূজা মণ্ডপগুলো নির্ধারিত এই সময়ের মধ্যে মহালয়ার ঘট স্থাপন করবে। রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণে স্থাপন করা পূজা মণ্ডপে ভোর ৫টা ৩০ এ শুরু হয় অনুষ্ঠান। মানিকগঞ্জ সাংস্কৃতিক গোষ্ঠীর পরিবেশনায় ভক্তিগীতি, দেবী বন্দনা এবং দেবী দুর্গার অসুর বধ করে শান্তি স্থাপনের দৃশ্য অভিনয়ের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়। এ সময় অনুষ্ঠান স্থল পরিদর্শন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সনাতন সমাজ কল্যাণ সংঘ (সসকস) এই পূজা মণ্ডপের দায়িত্বে রয়েছে। রাজধানীর বনানী পার্কে সকালে মহালয়ার পূজা অনুষ্ঠিত হয়। কলাবাগান পূজা মণ্ডপে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিথি অনুযায়ী আজ দুপুর ১২টার আগে কলাবাগান পূজা মণ্ডপে মহালয়ার ঘট স্থাপন করা হবে বলে মন্দির কমিটি জানায়।

সর্বশেষ খবর