বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

অপরাধ আখড়ার মালিকানায় খুলশী পুলিশ!

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) খুলশী থানার কনস্টেবল রিমান চৌধুরী ইয়াসিন, যিনি ওই থানারই ওসির দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন। পদবির দিক দিয়ে নিচের স্তরের হলেও ক্ষমতায় তিনি অসীম। তার হুমকি-ধমকিতে সবসময় তটস্থ থাকেন এএসআই, এসআইসহ এ থানায় কর্মরত পুলিশের অন্য সদস্যরা। ‘মহা ক্ষমতাধর’ এ পুলিশ সদস্যই যেন হর্তাকর্তা থানার। খুলশী এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, অপরাধী চক্রের সঙ্গে আঁতাত এবং কথিত গেস্টহাউস ব্যবসার সঙ্গে তার সখ্য অনেকটা ‘ওপেন সিক্রেট’। এলাকার প্রায় প্রতিটি অবৈধ ব্যবসায় তার রয়েছে ১০ শতাংশ শেয়ার। তাই লোকজন তার নাম দিয়েছে ‘মিস্টার টেন পার্সেন্ট’। সিএমপির  উত্তর জোনের উপ-পুলিশ কমিশনার ওয়ারিশ আহমেদ বলেন, ‘অপরাধীদের সঙ্গে আঁতাতের কোনো সুযোগ নেই পুলিশের। এ বিষয়ে খোঁজ নেওয়া হবে। সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধ আখড়ার মালিকানার ১০ শতাংশ ভাগ বসানোর বিষয়টি সত্য নয় বলে জানান খুলশী থানার ওসি শেখ নাছির উদ্দিন। তিনি বলেন, ‘এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই।’ অভিযুক্ত কনস্টেবল রিমান চৌধুরী বলেন, ‘আমি সব সময় ওসির সঙ্গে ডিউটিতে থাকি। তাই অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ নেই।’ জানা যায়, চট্টগ্রাম নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত খুলশীতে গড়ে উঠেছে দেশের সর্বাধিক গেস্টহাউস ও রিসোর্ট। এসব গেস্টহাউস ও রিসোর্ট নামে অভিজাত আবাসিক হোটেল হলেও কার্যত নানা অপরাধের আখড়ায় পরিণত হয়েছে। দেহব্যবসা থেকে শুরু করে অস্ত্র, মাদক ব্যবসা এবং নানা অপরাধের পরিকল্পনা হয় কথিত এসব গেস্টহাউস ও রিসোর্টে বসে। দৃষ্টিনন্দন এসব বাসার আড়ালে চলে অপরাধের যত যজ্ঞ। এসব গেস্টহাউস ও রিসোর্টের বেশির ভাগই নিয়ন্ত্রণ করেন পুলিশ সদস্য রিমান চৌধুরী। অপরাধযজ্ঞ চলে এমন গেস্টহাউস ও রিসোর্টে তার রয়েছে ১০ শতাংশ মালিকানা। নাম প্রকাশ না করার শর্তে এক গেস্টহাউস ব্যবসায়ী বলেন, ‘রিমান চৌধুরীকে ১০ পার্সেন্ট শেয়ার না দিয়ে খুলশীতে কেউ গেস্টহাউস ও রিসোর্ট ব্যবসা করতে পারে না। প্রায় প্রতিটি অপরাধের আখড়ায় ১০ পার্সেন্ট শেয়ার রয়েছে তার।’ তিনি বলেন, ‘রিমান চৌধুরী কনস্টেবল হলেও সব সময় কোমরে পিস্তল ও হাতকড়া রাখেন। কেউ তার কথায় রাজি না হলে অভিযানের নামে হয়রানি করেন তিনি। তাই বাধ্য হয়ে তাকে ১০ পার্সেন্ট শেয়ার দিতে হয়।’

সর্বশেষ খবর