বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
কৃষি সংবাদ

গাইবান্ধায় ১ লাখ তালের চারা রোপণ

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় ১ লাখ তালের চারা রোপণ

বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে মানুষকে রক্ষা করতে মহাসড়ক, বাঁধ ও রেললাইনের পাশে, গ্রামীণ রাস্তার ধারে এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ স্কুল-কলেজের উন্মুক্ত স্থানে তালের চারা ও বীজ রোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় গতকাল জেলার সাতটি উপজেলা ও ৩টি পৌর এলাকায় আনুষ্ঠানিকভাবে ১ লাখ তালের চারা ও বীজ রোপণ করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে গাইবান্ধা শহরের কুটিপাড়ায় শহর রক্ষাবাঁধের ধারে জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল তাল চারা ও বীজ রোপণ করে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন। একই সময়ে প্রতিটি উপজেলা এবং ইউনিয়নেও তালের চারা ও বীজ রোপণ করা হয়।  জেলা প্রশাসক বলেন, দেশে তাল গাছের সংখ্যা কমে যাওয়ায় বজ পাতে প্রাণহানির সংখ্যা ক্রমশ বাড়ছে। বজ পাত থেকে মানুষকে রক্ষার পাশাপাশি মাটির ক্ষয়রোধ এবং তাল রস ও ফলের পরিধি বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাল গাছের সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর