শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

বেলজিয়াম সাগরে প্রথম বিশ্বযুদ্ধের সাবমেরিন

প্রতিদিন ডেস্ক

বেলজিয়াম সাগরে প্রথম বিশ্বযুদ্ধের সাবমেরিন

বেলজিয়াম উপকূলে সাগরের প্রায় ২৭ মিটার গভীরে প্রথম বিশ্বযুদ্ধের সময়কার জার্মান সাবমেরিনের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। সাবমেরিনটি প্রায় ১০০ বছর আগে নিখোঁজ হয়েছিল। সাবমেরিন থেকে ২৩ জন নাবিকের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে, কোনো ব্রিটিশ নৌ সেনা জাহাজের সঙ্গে ধাক্কা লেগে বা মাইন বিস্ফোরণের ফলে ইউ-বোটটি ডুবে গিয়েছিল। তার পর প্রায় ১০০ বছর ধরে উত্তর সাগরের তলায় সেটি সংরক্ষিত ছিল। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯১৫ থেকে ১৯১৬-র মধ্যে ৩০টি ইউ-বোট সাবমেরিন তৈরি করেছিল জার্মানি। তার মধ্যে উত্তর সাগরেই ১৯টি ডুবে যায়। সূত্র বলছে, বর্তমানে উদ্ধার হওয়া সাবমেরিনটি ইউ-বোট ২৭, ২৯ বা ৩২-এর মধ্যে কোনো একটি হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সাবমেরিনটির বেশির ভাগ অংশই অক্ষত রয়েছে। যুদ্ধের জন্য ব্যবহূত টর্পেডোগুলোও একই অবস্থানে রয়েছে। মনে করা হচ্ছে, ২২ জন নাবিক এবং একজন সেনা আধিকারিক সেই সময় ওই ইউ-বোটে ছিলেন। তাদের নিয়েই ডুবে যায় বোটটি। সাবমেরিনটি সংরক্ষণ এবং দেহাবশেষ থেকে মৃতদের শনাক্ত করার কাজ চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর