শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

মাসে একদিন গাড়ি বন্ধ মানিক মিয়াতে

নিজস্ব প্রতিবেদক

মাসে একদিন গাড়ি বন্ধ মানিক মিয়াতে

প্রতিমাসের প্রথম শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রাজধানীর গুরুত্বপূর্ণ ওই সড়কে ‘ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসের’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

এ সময় মন্ত্রী বলেন, ‘ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস আমরা কাগজে লিখলাম, সুন্দর সুন্দর বক্তব্য দিলাম, বাস্তবতা যদি না থাকে তাহলে এসব কথা বলে লাভ নেই। আমি সচিবের সঙ্গে আলাপ করেছি। সবার সঙ্গে আলোচনা করে আমরা প্রতিমাসের প্রথম শুক্রবার এই রাস্তাটি ব্যক্তিগত গাড়ি মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছি।’ এ সময় রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে সো কল্ড জাতীয় ঐক্য ডেকে লিপ সার্ভিস (বক্তব্যে সীমাবদ্ধ) দিয়ে যাচ্ছে বিএনপি। শুধু সরকারের সমালোচনা করলেই কি জাতীয় ঐক্য হয়ে যায়? জাতীয় ঐক্য কি তাদের মুখে, নাকি মনে, আমি জানতে চাই।’ ‘আমি তো ওখান থেকে এলাম পাঁচ দিন পর। এদের (বিএনপি নেতাদের) কি এ ধৈর্য আছে? তাদের কি এই মানসিকতা আছে বা চেতনা আছে? তারা যা করছে তা হলো দায়সারা। জাস্ট লোক দেখানো একটা প্রতারণা। তাদের মুখের কথা আর মনের কথা এক নয়। এটা এত দিনে প্রমাণ হয়ে গেছে। যেখানে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হচ্ছে, স্যানিটেশন দেওয়া হচ্ছে, মেডিকেশন দেওয়া হচ্ছে, খাদ্য সরবরাহ করা হচ্ছে, বাস্তবে ওই উখিয়া, টেকনাফ গিয়ে পরিস্থিতি দেখে বিএনপি কথা বলছে না। সুতরাং আমি বলব, তারা লিপ-সার্ভিস দিচ্ছে।’ ওবায়দুল কাদের বলেন, ‘সারা দুনিয়া বাংলাদেশ এবং শেখ হাসিনার মানবিক ও সাহসিক ভূমিকাকে প্রশংসা করছে। বিশ্বের মানুষ বর্তমান সরকারের প্রশংসায় পঞ্চমুখ। ঠিক তখন বিএনপি ঢাকায় বসে বসে টেলিভিশনের ক্যামেরার সামনে লিপ-সার্ভিস দিয়ে যাচ্ছে। আমি মনে করি, বিএনপি বক্তৃতাসর্বস্ব কথা বাদ দিয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেবে। যে নেতিবাচক পথ তারা বেছে নিয়েছে, তা থেকে ফিরে আসবে।’ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবছর ২২ সেপ্টেম্বর ‘ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস’ পালন করা হলেও বাংলাদেশে এ দিবস পালনের বিষয়টি তুলনামূলকভাবে নতুন। সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মানিক মিয়া এভিনিউয়ের একপাশে যান চলাচল বন্ধ রেখে এবারের ‘ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসের’ অনুষ্ঠান চলে। স্কুলশিক্ষার্থীদের পাশাপাশি নানা বয়সী মানুষকে সেখানে সাইক্লিং ও স্কেটিংয়ে অংশ নিতে দেখা যায়। রাজপথ জনবান্ধব করতে সচেতনতামূলক প্রচার ও সাংস্কৃতিক আয়োজনও সেখানে ছিল। বেলা সাড়ে ১০টার দিকে সংসদের দক্ষিণ প্লাজার দিকে গাড়ি রেখে পায়ে হেঁটে অনুষ্ঠানস্থলে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করার পর ওই সড়কে সাইকেলও চালান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এন ছিদ্দিক, অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর সুদীপ মুখার্জি, নিরাপদ সড়ক চাই সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন প্রমুখ। অনুষ্ঠানটির আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, নিরাপদ সড়ক চাই, পরিবেশ আন্দোলনসহ ৪৬টি সংগঠন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর