শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

পুরান ঢাকায় আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকার একটি বাসায় অগ্নিকাণ্ডে তিন শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। গতকাল ভোর ৪টার দিকে শ্যামপুর বালুরমাঠ লাল মসজিদ এলাকার একটি ভবনের নিচতলায় এই ঘটনা ঘটে। দগ্ধ ওই পাঁচজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন— এনায়েত হোসেন (৪০), তার স্ত্রী মরিয়ম বেগম (৩৫) এবং তাদের তিন শিশু সন্তান অ্যানি (৫), হাবিবা (৪) ও জুবায়ের (২)। চিকিৎসকরা জানান, এদের মধ্যে এনায়েতের অবস্থা গুরুতর। তার শ্বাসনালীসহ শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. ফারহাদুজ্জামান জানান, বালুরমাঠ লাল মসজিদ এলাকার ৩ নম্বর সড়কের ৫মতলা বাড়ির নিচতলায় আগুন লাগে। বদ্ধ ঘরে গ্যাস জমে বিস্ফোরণে ওই অগ্নিকাণ্ড হয়। তবে আগুন খুব বেশি ছড়ায়নি। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই স্থানীয়রা তা নিভিয়ে ফেলে। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, বিস্ফোরণ ও আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে ভর্তি করে। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর