সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

এনআইডি প্রকল্পের লোকবলের পদায়ন নিয়ে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করে প্রকল্পের লোকবল রাজস্ব খাতে নেওয়ার প্রস্তাবে অসন্তোষ বিরাজ করছে নির্বাচন কমিশন সচিবালয়ে। গতকাল এ নিয়ে ইসি সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা প্রতিবাদ জানিয়েছে। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং এক্সেস টু সার্ভিস-আইডিইএ প্রকল্পের মেয়াদ ডিসেম্বরে শেষ হচ্ছে। ‘ভোটার তালিকা প্রস্তুত এবং জাতীয় পরিচিতি সেবা প্রদানে টেকসই অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক নতুন একটি প্রকল্পে আইডিইএর টেকনিক্যাল এক্সপার্ট ও সাপোর্টারদের সরাসরি পদায়ন ও উচ্চতর গ্রেড দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। নতুন এ প্রকল্প প্রস্তাবনা পরিকল্পনা কমিশনে প্রকল্প মূলায়ন কমিটিতে (পিইসি) পাঠানো হয়। এরপর থেকেই রাজধানীর শেরেবাংলা নগরের নির্বাচন ভবনে ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ প্রতিবাদ জানায়। এ বিষয়ে অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ইসির উপ-সচিব মো. নুরুজ্জামান তালুকদার বলেন, নতুন প্রকল্প প্রস্তাব নিয়ে ইসির কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ-ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি নিয়ে অতিরিক্ত সচিবের কাছে ঐক্যপরিষদ প্রতিবাদ জানিয়েছে। আজ অ্যাসোসিয়েশন ও ঐক্যপরিষদ মিলে সমন্বয় পরিষদের পক্ষ থেকে যৌথ কর্মসূচি দেওয়া হতে পারে।

সর্বশেষ খবর