মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

উৎকণ্ঠা মানহীন শিক্ষাবাণিজ্যে

দেশের অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা নিয়ে চলছে বাণিজ্য। ক্যাম্পাস না থাকায় দোকানঘর ভাড়া নিয়ে চলছে পাঠদান। পড়াশোনার মান এবং শিক্ষার পরিবেশ প্রশ্নবিদ্ধ হলেও মাথাব্যথা নেই কারও। প্রতি মাসে ক্লাস, পরীক্ষার ফি বাবদ হাতিয়ে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের অর্থ। নীতিমালা ও হুঁশিয়ারিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানহীন শিক্ষাবাণিজ্য চালিয়ে যাচ্ছে এসব বেসরকারি বিশ্ববিদ্যালয়। আর এই শিক্ষাবাণিজ্য নিয়ে উত্কণ্ঠা বাড়ছে সুশীলসমাজ ও সচেতন অভিভাবক মহলে। এ সমস্যার উত্তরণে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন নিজস্ব প্রতিবেদক জয়শ্রী ভাদুড়ী

 
ইউজিসিকে ব্যবস্থা নেওয়ার আইনি ক্ষমতা দিতে হবে

সর্বশেষ খবর