মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রাধান্য পাচ্ছে ব্যবসা

অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী


বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রাধান্য পাচ্ছে ব্যবসা

অধিকাংশ ক্ষেত্রেই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ব্যবসায়ীদের আগ্রহে অনুমোদন নিচ্ছে। তাই ব্যবসায়িকভাবে লাভবান হতে ব্যবসাকে প্রাধান্য দিচ্ছেন তারা। এর মধ্যে অনেকেই শিক্ষার মানে ভালো করলেও পিছিয়ে থাকা বিশ্ববিদ্যালয়ের সংখ্যাই বেশি। সিলেবাস নেই, ক্লাসের খোঁজ নেই, ফলাফলে দেখা যাচ্ছে সিজিপিএ-৪-এর মধ্যে ৪ পাচ্ছে। এগুলো নিয়ন্ত্রণে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে স্বতন্ত্র মনিটরিং সেল গঠন করতে হবে। বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিষয়টিও পরিষ্কার নয়। অনেক বিশ্ববিদ্যালয়ে পরিচিত বা ভালো সম্পর্কের জোরে শিক্ষক নিয়োগ পান। এজন্য শিক্ষক নিয়োগের বিষয়ে সতর্ক থাকতে হবে। কারণ ভালো শিক্ষক নিয়োগ না হলে পড়াশোনার মানও ভালো হয় না। অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও অনুমতি না নিয়ে লুকিয়ে গিয়ে একাধিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেন। আর এগুলো নিয়ে আমরা কথা বলতে গেলে অশুভ শক্তি একত্র হয়ে বিশ্ববিদ্যালয়ে খারাপ পরিস্থিতি তৈরি করে।’ অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সন্তানের পড়াশোনার খরচ চালানো মধ্যবিত্ত অভিভাবকের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। তাই এই বেতন-কাঠামোকে একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে। এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আলাদা মনিটরিং সেল গঠন করতে হবে।

এই সেলের সাহায্যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মানও যাচাই করা উচিত।

সর্বশেষ খবর